ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পাথরঘাটায় সংরক্ষিত বন থেকে হরিণ উদ্ধার, আটক ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, মে ২৭, ২০২১
পাথরঘাটায় সংরক্ষিত বন থেকে হরিণ উদ্ধার, আটক ২

বরগুনা: বরগুনার পাথরঘাটায় সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি হরিণসহ সন্দেহভাজন দুই জনকে আটক করেছে বনবিভাগ।  

বৃহস্পতিবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হরিণঘাটা বন থেকে হরিণটি উদ্ধার করা হয়।

এসময় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। তারা হলেন, বাদুরতলা গ্রামের মুজিবুল হকের ছেলে নূর ইসলাম (৫১) ও মাহমুদ মুন্সির ছেলে নজরুল ইসলাম (৩৫)।

হরিনঘাটা বিট কর্মকর্তা গোলাম কাওসার বাংলানিউজকে জানান, প্রত্যক্ষদর্শী দুইজন পাথরঘাটার হরিণঘাটা বনাঞ্চল থেকে দুইজনসহ একটি হরিণের শাবক উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মে ২৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।