ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নরসিংদীতে ধরা পড়লো ৭ ফুট লম্বা অজগর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
নরসিংদীতে ধরা পড়লো ৭ ফুট লম্বা অজগর ছবি: বাংলানিউজ

নরসিংদী: নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে জালে আটকা পড়েছে ৭ ফুট লম্বা একটি অজগর (পাইথন) সাপ।  

সোমবার (২৬ জুলাই) দুপুরে সাপটি আটকা পড়ে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ৭ নম্বর ওয়ার্ডের মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামরুল আহসান তুহিন।

তিনি জানান, আকাব্বর হোসেন নামে স্থানীয় এক মাছ চাষির পুকুরের পাশে হাস প্রবেশে বাধা দেওয়ার জন্য প্লাস্টিকের জাল দিয়েছিলেন তিনি। এর মধ্যে দুপুরের দিকে হঠাৎ সেখানে একটি অজগর দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে মাছ ধরার কোচ দিয়ে আঘাত করে এটাকে বশে আনা হয়। সাপটি লম্বায় সাত ফুট। পরবর্তীকালে নরসিংদী সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যোগাযোগ করলে তারা এসে সাপটিকে উদ্ধার করেন।

নরসিংদী সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, অজগরটি উদ্ধারের পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।