ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

তিস্তায় ভেসে এলো সাড়ে ৩ মণের মৃত ডলফিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
তিস্তায় ভেসে এলো সাড়ে ৩ মণের মৃত ডলফিন

রংপুর: রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীতে সাড়ে তিন মণ (প্রায় ১৪০ কেজি) ওজের একটি মৃত ডলফিন মাছ ভেসে উঠেছে।  

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার টেপামধুপুর ইউনিয়নে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে ওই মরা ডলফিন মাছটি দেখতে পান জেলেরা।

পরে মৎস কর্মকর্তারা গিয়ে মাছটি পুতে ফেলার সিদ্ধান্ত নেন। উজানের ঢলে মাছটি ভারত থেকে ভাসতে ভাসতে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার হওয়া মাছটি ডলফিনের বাচ্চা বলে জানিয়েছে সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম। তিনি বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মাছটি ডলফিন বলে শনাক্ত করেন। মাছটির দৈর্ঘ্য ৯ ফুট এবং প্রস্থ তিন ফুট। ওজন প্রায় সাড়ে তিন মণ।

স্থানীয় জেলে জহুরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে তিনজন মিলে তিস্তা নদীর চরগনাই এলাকায় মাছ ধরতে যান। এ সময় নদীতে বিশাল আকৃতির একটি মাছ ভাসতে দেখেন। এক ঘণ্টা পর মাছটি উপরে তুলে আনেন। প্রথমে এটি ডলফিন বা শুশুক বলে ধারণা করা হয়েছিল। পরে মৎস্য কর্মকর্তাসহ থানা পুলিশ এসে মাছটি শনাক্ত করেন।

স্থানীয় সংবাদকর্মী মিজানুর রহমান মিটুল জানান, এর আগে এত বড় মাছ তিস্তা নদীতে পাওয়া যায়নি। এটি দেখতে বিভিন্ন এলাকার মানুষজন সেখানে সকাল থেকে ভিড় করেন। মাছটি জীবিত উদ্ধার হলে ভালো হতো।  

টেপামধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি জানান, বিশাল আকৃতির ওই মাছটি পাওয়ার পর মৎস অফিসকে খবর দিয়েছি। তারা এসে এটি ডলফিন মাছ বলে শনাক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।