ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মহিপুরে ধরা পড়ল ৪০০ কেজির শাপলাপাতা মাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
মহিপুরে ধরা পড়ল ৪০০ কেজির শাপলাপাতা মাছ ৪০০ কেজির শাপলাপাতা মাছ

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকায় বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৪০০ কেজি (১০ মণ) ওজনের শাপলাপাতা মাছ।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে মাছটি আলীপুরের বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসেন জেলেরা।

এ সময় মাছটিকে এক নজর দেখতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা।

জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালীর নাম বিহীন একটি ট্রলার ৪০০ কেজির ওই শাপলাপাতা মাছটিকে নিয়ে আসে। পরে স্থানীয় মহেশখালী ফিসের মালিক ইউসুফ কম্পানি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬৫ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন।
 
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বাংলানিউজকে জানান, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ণ অবৈধ।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।