ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সাতক্ষীরায় কারেন্ট জালে ধরা পড়লো বিশালাকৃতির ডলফিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
সাতক্ষীরায় কারেন্ট জালে ধরা পড়লো বিশালাকৃতির ডলফিন ডলফিন।

সাতক্ষীরা: সাতক্ষীরার বেতনা নদীতে জেলেদের পেতে রাখা কারেন্ট জালে ধরা পড়লো বিশালাকৃতির একটি ডলফিন। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা ব্রিজের নিচ থেকে ডলফিনটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, কারেন্ট জালে ডলফিনটির লম্বা মুখ আটকে গেলে ভাটার সময় এটি চরে চলে আসে। এসময় জেলেরা টেনে উপরে তোলার কিছু সময় পর ডলফিনটি মারা যায়। ডলফিনটির ওজন প্রায় পাঁচ মণ।

এদিকে ডলফিন ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

স্থানীয় ইউপি সদস্য তপন শীল জানান, উৎসুক জনতা ডলফিনটি দেখতে ভিড় করছে। ডলফিনটি থেকে এখন দুর্গন্ধ বের হচ্ছে। যদি প্রাণিসম্পদ বিভাগের লোকজন না আসে, তবে এটি মাটিচাপা দেওয়া হবে।

নাব্যতা সংকটের কারণে বেতনা নদী এখন মৃত প্রায়। জোয়ারের সময় এ নদীতে সামান্য পানি আসলেও ভাটায় নদীর বুকে পলি মাটি জেগে ওঠে।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।