ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মাগুরায় প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুন ২৬, ২০২২
মাগুরায় প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত

মাগুরা: মাগুরায় প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় জেলার গবাদি পশু, হাস-মুরগি, ছাগল, কবুতর, ময়না-টিয়া ও শালিক পাখি প্রদশন করা হয়।

জেলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৬ জুন) দুপুরে মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের মাঠে এ মেলার অনুষ্ঠিত হয়। সহযোগিতা করে জেলা সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।  

প্রাণিসম্পদ মেলায় জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ড. আশরাফুল আলম, বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাদিউজজ্জামান।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ২৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।