ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মঠবাড়িয়ায় ৬ ফুট লম্বা অজগর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
মঠবাড়িয়ায় ৬ ফুট লম্বা অজগর উদ্ধার উদ্ধার হওয়া অজগর সাপটি

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় ছয় ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে এলাকাবাসী।  

শনিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী বাজার থেকে সাপটি উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে সোনাখালী বাজার সংলগ্ন খালে মাছ ধরার জালে অজগর সাপটিকে জড়িয়ে পড়া অবস্থায় দেখেন স্থানীয় আবু হানিফ। বিষয়টি উপজেলা বন কর্মকর্তা সেলিম হোসেনের সঙ্গে যোগাযোগ করে জানান হানিফ।  

মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা সেলিম হোসেন বাংলানিউজকে বলেন, স্থানীয়ভাবে আমাকে সাপটি উদ্ধারের বিষয়ে জানানো হয়েছে।  

মঠবাড়িয়া ইউএনও উর্মি ভৌমিক বলেন, আমি স্থানীয়ভাবে সাপটি উদ্ধারের বিষয়টি জানতে পেরেছি। পরে বন কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।