ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

অপরাধীদের ধরতে ব্রাজিলের রাস্তায় ব্যাটম্যান!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, মার্চ ২৯, ২০১২
অপরাধীদের ধরতে ব্রাজিলের রাস্তায় ব্যাটম্যান!

ঢাকা: সুপারহিরো ব্যাটম্যানকে এতদিন কমিকের পাতায় দেখা গেলেও এবার সত্যি সত্যি তিনি নেমেছেন ব্রাজিলের রাস্তায় অপরাধীদের ঘুম হারাম করতে।

গত ২৬ মার্চ ব্যাটম্যানকে দেখা গেছে তার পরিচিত কালো পোশাকে ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের তাওবাতি শহরের সান্তা তিরিজিনহা স্কয়ারে।

তবে কালো বাদুরের পোশাকের ভেতরের মানুষটি কিন্তু কমিকের আমেরিকান মিলিয়নিয়ার ব্রুস ওয়েনি নন। জানা গেছে, জমকালো ওই ব্যাটম্যানি পোশাকের ভেতরে থাকছেন দেশটির অবসরপ্রাপ্ত সাবেক পুলিশ কর্মকর্তা আন্দ্রে লুইজ পিনহিরিরো (৫০)।

তাওবাতি শহরের অপরাধপ্রবণ এলাকাগুলোয় ব্যাটম্যানের পোশাক পড়ে টহল পুলিশকে সাহায্য করতেই তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

ব্যাটম্যান সাজা নিয়ে পিনহিরিরো নিজেও উচ্ছ্বসিত। এর আগে তিনি পুলিশ হিসেবে অপরাধীদের ধরেছেন। এখন অবসরের পর ব্যাটম্যান হিসেবে অপরাধীদের ধরার দায়িত্ব পাওয়ায় গর্বিত বলে জানিয়েছেন তিনি।

সাও পাওলোর অপরাধপ্রবণ বিভিন্ন জেলায় পুলিশ এই নতুন ব্যাটম্যানকে গত ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়। মূলত কাল্পনিক ব্যাটম্যান চরিত্রটিকে বাস্তবে নিয়ে আসার বুদ্ধি এসেছে সাও পাওলোর পুলিশ ক্যাপটেন ওয়ারলি তাকিওর মাথা থেকে। তিনিই ঠিক করেছিলেন কল্পনার এই সুপারহিরোকে বাস্তবে এনে দেশটির মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজে নামানোর।
এ বিষয়ে তাকিও বলেছেন, অপরাধ থামাতে পুলিশ এবং ব্যাটম্যানের যোগাযোগ শিশুদেরও ভালো এবং মন্দের প্রভেদ শিখতে সাহায্য করবে।

বাস্তবেও অবশ্য তেমনটিই দেখা গেছে। নতুন ব্যাটম্যান ইতোমধ্যেই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে শিশুসহ সাধারণ মানুষের কাছেও।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১২

সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর/আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।