ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সে (ইউআইটিএস) অনুষ্ঠিত হয়েছে সিএসই আইটি ফেস্টিভাল।
গত ১২ ও ১৩ এপ্রিল অনুষ্ঠিত হয় এ আয়োজন।
আয়োজনের শুরু হয় প্রোগ্রামিং প্রতিযোগিতার মধ্য দিয়ে। যেখানে প্রথম স্থান অধিকার করেন আবু মোতালেব লিপন। এছাড়াও অন্যতম আয়োজন ছিল সফটওয়্যার প্রতিযোগিতা। বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক কায়কোবাদ, বিশিষ্ট প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার ও ওয়ার্ল্ড সফট – এর চিফ কনসালটেন্ট অধ্যাপক আক্তার হোসেন।
দুই দিনব্যাপী এ আয়োজনের শেষ দিন ছিল পুরস্কার বিতরণী। এতে উপস্থিত ছিলেন ইউআইটিএস –এর উপ-উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম খান। অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন ইউআইটিএস কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান গোলাম কিবরিয়া।
সফটওয়্যার প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পায় শামিম রেজা এবং আব্দুল কাদের। তাদের প্রকল্পটি ছিল লাইব্রেরি ম্যানেজমেন্ট। দ্বিতীয় হয় অ্যান্ড্রয়েড ইজি-ট্র্যাকিং প্রকল্পের জন্য রুবাইদুল আহসান এবং তৃতীয় হয় রুবাইদুল আহসানের হোম-ওয়ার্ক প্ল্যানার প্রকল্পটি ।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রযুক্তি মেলার সমাপ্তি ঘটে।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১২
সম্পাদনা: শেরিফ আল সায়ার, বিভাগীয় সম্পাদক, স্বপ্নযাত্রা