ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অর্জন করেছে ‘অ্যামিটি গ্লোবাল একাডেমিক অ্যাওয়ার্ড’।
ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম অ্যামিটি বিশ্ববিদ্যালয় প্রতিবছর এ অ্যাওয়ার্ড দিয়ে থাকে।
এরই অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন একাডেমিক ও গবেষণা প্রতিষ্ঠানের উপর পরিচালিত পর্যবেক্ষণ ও অনুসন্ধানের পর অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান নিবার্চক পরিষদ সর্বসম্মতিক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ‘অ্যামিটি গ্লোবাল একাডেমিক এক্সিলেন্সি অ্যাওয়ার্ড’ এর জন্য নির্বাচিত করেন।
সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের নৈডাতে অনুষ্ঠিত ১৪তম ইন্টারন্যাশনাল বিজনেস হরাইজনের উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে সম্মাননা দেওয়া হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমান এ সম্মাননা স্মারক গ্রহণ করেন।
অ্যামিটি অ্যাওয়ার্ড সংক্রান্ত তথ্য সম্পর্কে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে জনসংযোগ সহকারি পরিচালক আনোয়ার হাবিব কাজল বাংলানিউজকে জানান, মার্চের শেষ দিকে তারা অ্যামিটি অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়টি জানতে পারেন। তবে এ সংক্রান্ত সব কাগজপত্র হাতে পেয়েছেন গত সপ্তাহের শেষে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১২
সম্পাদনা: শেরিফ আল সায়ার, বিভাগীয় সম্পাদক, স্বপ্নযাত্রা