ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

মাছ ধরার দুরন্তপনা...

শাহীন রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, এপ্রিল ১৬, ২০১২
মাছ ধরার দুরন্তপনা...

পাবনা: চৈত্র-বৈশাখ মাসে খাল-বিল, নদী-নালা, পুকুরের পানি শুকিয়ে যায়। রোদ-গরমে প্রাণ হয়ে ওঠে ওষ্ঠাগত।



এমন দিনে প্রায় শুকিয়ে যাওয়া নদী-নালার পানি সেচে মাছ ধরার দুরন্তপনায় মেতে ওটার শৈশব স্মৃতি কার না আছে! দল বেঁধে শিশু থেকে বৃদ্ধ নানা বয়সী মানুষ মহাআনন্দে মাছ ধরার দৃশ্য এখন অবশ্য খুব বেশি দেখা যায় না।

সারাদিন পুঁটি, টেংরা, শিং, বাইম, গুচি, কৈ-সহ নানা পদের মাছ ধরে কাদা মাখা শরীরে বাড়ি ফেরা। বাবা-মায়ের বকুনি, গোসল সেরে মায়ের হাতে রান্না করা সেই মাছ আর গরম ভাত খাওয়ার স্মৃতি নিয়ে যায় ছোটবেলার দুরন্তপনায়।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে তেমনি দৃশ্য চোখে পড়ে পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর এলাকায়।

মথুরাপুর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া মরা চিকনাই নদীতে পানি সেচে মাছ ধরার দুরন্তপনায় মেতেছিল কিশোর-বালকের দল।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১২

সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।