ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

পাকিস্তান সফর বাতিল হোক: তরুণ প্রজন্ম

স্বপ্নযাত্রা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, এপ্রিল ১৮, ২০১২
পাকিস্তান সফর বাতিল হোক: তরুণ প্রজন্ম

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছে দেশের সাধারণ মানুষ।

কিন্তু ওসব কিছু্‌ই আমলে নিচ্ছেন না বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল।

এমন সিদ্ধান্তের পর থেকেই বিশেষ করে তরুণ সমাজে ক্ষোভ ও প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে। বাংলানিউজের পক্ষ থেকে তাদের কাছে এমন একক সিদ্ধান্ত সম্পর্কে মতামত জানতে চাওয়া হয়েছিল। তাদের প্রত্যেকের কণ্ঠে পাকিস্তান সফরের বিপক্ষে তীব্র প্রতিবাদ লক্ষ করা যাচ্ছে। অনেকেই মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।

Nishaসাতিয়া মুনতাহা নিশা, শিক্ষার্থী, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
আমাদের ক্রিকেটারদের জীবনের চাইতে ‘খেলা’ নিশ্চয়ই বড় কথা নয়। অবশ্য এখানে খেলাটা তো মূল বিষয় নয়। মূল বিষয় হলো ব্যক্তিস্বার্থ উদ্ধারে নির্লজ্জ মনোরঞ্জন। পাকিস্তানের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খোদ তারাই যখন ঝুঁকির মধ্যে, তখন নিজের স্বার্থের জন্য আমাদের ক্রিকেটারদের বলির পাঁঠা বানিয়ে মৃত্যুকূপে ফেলে দেওয়ার মত সিদ্ধান্ত একমাত্র বিসিবি সভাপতির পক্ষেই নেওয়া সম্ভব। অফিশিয়াল কারণে ক্রিকেটারদের পক্ষে হয়ত সরাসরি এ সিদ্ধান্তের বিরোধিতা করা সম্ভব নয়, কিন্তু বাংলাদেশের মানুষ চুপ থাকবে না, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

Milan_shahaমিলন সাহা, প্রকৌশলী
শুধুমাত্র আ হ ম মোস্তফা কামালের পক্ষ্যেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া সম্ভব। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমরা সবাই জানি, পাকিস্তানের মানুষ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বঞ্চিত। তারা তো তাদেরই নিরাপত্তা দিতে পারছে না। সেখানে আমাদের দেশের সোনার ছেলেদের নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে আমাদের বিসিবি সভাপতি নিশ্চিত করছেন? সেটাই আমার বোধগম্য হচ্ছে না। তার ব্যক্তিগত স্বার্থ এখানে পরিষ্কার হয়ে পড়েছে। আমি তীব্র প্রতিবাদ জানাই। অবশ্যই আমাদের সবার এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো উচিত।

Tanvir_sumonতানভির হক সুমন, শিক্ষার্থী, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফরে গেলে সেটা একদিকে যেমন ক্রিকেটের জন্য ভাল হবে না তেমনি সেটা অনেকগুলো মানুষের জীবনে ঝুকিরও কারণ হবে। কিন্তু শোনা যাচ্ছে, আমাদের ক্রিকেটবোর্ডের সভাপতি নাকি তার নিজের সার্থের জন্যে জোরপূর্বক ক্রিকেটারদের এই সফরে যেতে বাধ্য করছেন। যদি এমনটাই হয় তাহলে আমাদের ক্রিকেটারদের এই সফর বর্জন করা উচিত। যদি কিছু একটা হয়ে যায় তাহলে এর জন্যে দায়ী থাকবে কে?

Mosharraf-Jeweমোশাররফ হোসেন জুয়েল, প্রযুক্তি উদ্যোক্তা
আমাদের দেশ যেদিন থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সেদিন থেকে আমি অন্য কোনো দেশের খেলা দেখে আনন্দ পাই না। আমি সবসময়ই বাংলাদেশের খেলা দেখার অপেক্ষায় থাকি। খেলায় জিতুক কিংবা হারুক। সেটার চেয়ে বড় আমার দেশের ছেলেরা খেলছে। একমাত্র ক্রিকেটই আমাদের দেশের মানুষকে রাস্তায় আনন্দ করার সুযোগ করে দিয়েছে। পতাকা নিয়ে দেশের বিজয়ে মত্ত্ব হতে একমাত্র ক্রিকেটই বারবার সুযোগ করে দেয়। ক্রিকেটাররা আমাদের দিয়েছে অনেক। কিন্তু যখন এই ক্রিকেটকে নিয়ে নোংরা রাজনীতি দেখি তখন ফুঁসে ওঠা ছাড়া তো উপায় নেই। আমাদের নায়কদের কোনোভাবেই মৃত্যুর মুখে কেউ ঠেলে দিতে পারে না। আমি বিসিবি সভাপতির পদত্যাগ দাবি করি। কোনোভাবেই তিনি পাকিস্তানের মতো অস্থিতিশীল দেশে আমাদের সোনার ছেলেদের পাঠাতে পারেন না।

Mobinকাজী মঞ্জুরুল মোবিন, ফটোগ্রাফার
বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর যখন নিশ্চিত হলো তখন মুখ দিয়ে যে শব্দটি বের হয়েছিল সেটি হলো ‘হায়(!)’। বন্ধুদের সঙ্গে এ বিষয়ে আলোচনার পরও সবার মুখ থেকেই এই ‘হায়’ শব্দ ছাড়া আর কিছুই শুনিনি। আমি প্রথমদিন থেকেই চেষ্টা করছি একটি যুক্তি বের করতে। যেটা দিয়ে আমি নিজেকে বলতে পারবো ‘নাহ্, যাক পাকিস্তানে খেলতে’। কিন্তু তাও কোনো যুক্তি পাচ্ছি না। বারবার একটি প্রশ্নই মনে আসে; সেটি হলো, কেন যাচ্ছি পাকিস্তান? কোন প্রাপ্তির আশায় আমাদের ক্রিকেটারদের পাঠানো হচ্ছে বোমার রাজ্যে? কবে যে আমাদের সংশ্লিষ্ট ব্যক্তিদের শুভ বুদ্ধি হবে কে জানে।

Rubel-Rahmanরুবেল রহমান, প্রথম বিভাগ ক্রিকেট খেলোয়াড়, সিলেট
যদি কেউ আইসিসির প্রেসিডেন্ট হওয়ার লোভে বাংলাদেশ দলকে জোর করে পাকিস্তান পাঠায় তাহলে এই সিদ্ধান্ত হবে ভয়ানক। একবারও কি কেউ খেলোয়াড়দের প্রশ্ন করেছেন, তারা রাজি কিনা? আমার মতে আগে খেলোয়াড়দের অনুমতি নিতে হবে। যদি তারা যেতে চায় তাহলে সেটা ভিন্ন বিষয় হবে। পাকিস্তান সফর খেলোয়াড়দের স্বাধীন সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হোক।

Tasfi-Mahmudতাশফী মাহমুদ, শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ ক্রিকেটারদের গিনিপিগ বানিয়ে দেওয়া হলো। আমাদের ক্রিকেটারদের জীবন নিয়ে জুয়া খেলার অধিকার কারো নেই। তারা আমাদের কাছে অমূল্য রতন। তাদের একটি জয় আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত এনে দেয়। মিনিটে মিনিটে যে দেশ বোমার আওয়াজে কেঁপে ওঠে। সেই দেশে কোন যুক্তিতে আমাদের খেলোয়াড়দের পাঠানোর সিদ্ধান্ত হয় আমি জানি না। আইসিসির প্রেসিডেন্ট হওয়ার জন্য একটি ভোট দরকার বাংলাদেশের। তাই বলে এভাবে আমাদের ছেলেদের ওখানে পাঠাতে হবে? আমি বাংলানিউজের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বলতে চাই, পাকিস্তান সফর অবিলম্বে বাতিল করা হোক। কোনো পদের চেয়ে মানুষের জীবন বড়।  

Ayesha-Afrin-Tammiআয়েশা আফরিন তাম্মি, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তানে যাওয়া উচিত নয়। লাহোরে শ্রীলঙ্কা দলের উপর বোমা হামলার কথা মনে রাখলে বোঝাই যায় যে পাকিস্তানী সন্ত্রাসী সংগঠনগুলোর টার্গেটে পরিণত হতে পারে বাংলাদেশ ক্রিকেটদল।


Nasif-Hossain-Tazim

নাসিফ হোসাইন তাজিম, শিক্ষার্থী, সিটি কলেজ

বাংলাদেশের এই সময়ে আমরা দেশবাসী সবাই হেসেছি অথবা কেঁদেছি শুধুমাত্র আমাদের এই সোনার ছেলেগুলোর কারণেই। বিসিবি কোন ভরসায় সেখানে আমাদের ক্রিকেটদলকে পাঠাচ্ছে? যেখানে শুধু এই বছরের চার মাসেই বোমা হামলায় মারা গেছে প্রায় ৩০০ জনের উপরে মানুষ। সেখানে কিভাবে সর্বোচ্চ সতর্কতা দেওয়া হবে? এ প্রশ্নের উত্তর কে দেবে?

Esha-Dewanএশা দেওয়ান, লন্ডন প্রবাসী বাঙালি
বাংলাদেশের কি এমন ঠেকা পড়েছে পাকিস্তানকে বিপদ থেকে উদ্ধার করার? যেখানে সারা দুনিয়া পাকিস্তানকে এড়িয়ে চলছে, পর্যটকদের যাওয়া মানা। সেখানে কিভাবে আমরা এই সিদ্ধান্ত নেই? গুগলে পাকিস্তান দিয়ে সার্চ দিলে যেখানে অস্ত্র, রক্তারক্তি, বোমা,রকেট লঞ্চার,নিহতের ছবি আসে সেখানে কিভাবে আমরা পাঠাবো ওদেরকে? এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। আশা করি, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করবেন।

Sohely-Yeasmin-Rupomসোহেলী ইয়াসমিন রুপম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
অন্যান্য দেশগুলো তো নিরপেক্ষ মাঠে খেলেছে। তাহলে আমরা খেলতে দোষ কোথায়? যেখানে আইসিসি নিরপেক্ষ আম্পায়ার দিতে রাজি নয় সেখানে কিভাবে সরকার এই ব্যাপারে মোস্তফা কামাল সাহবেকে সম্মতি দিলেন? শুধুমাত্র কি একটি ভোটের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি? যেভাবেই হোক এই সফর বাতিল করতে হবে। কোনভাবেই এই সফর হতে দেওয়া যাবে না।

Anha-F-Khanআনহা এফ. খান, সমাজকর্মী
এইভাবে জেনে শুনে মৃত্যু উপত্যকায় সাকিবদেরকে ঠেলে দেওয়ার মানে কি? আমাদের সবারই বোঝা উচিত, সাকিবরা আমাদের গর্ব,আমাদের সম্মান।   সাকিবরা বারবার জন্মায় না। সুতরাং কোনভাবেই আমাদের ক্রিকেটদলের পাকিস্তান সফরকে মেনে নিতে পারছি না। এই সফর বাতিল করা হোক।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২

সম্পাদনা: শেরিফ আল সায়ার, বিভাগীয় সম্পাদক, স্বপ্নযাত্রা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।