ঢাকা : ভারতের বিভিন্ন গণমাধ্যমে (পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়া) কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ ও পারস্পরিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে একটি সংগঠন গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার রাতে রাজধানীর মৌচাক মোড়ে কসমস সেন্টারে ঢাকার এপি ব্যুরো অফিসে এ বিষয়ে বৈঠক হয়।
সংগঠনটির প্রস্তাবিত নাম ``Indian Media Correspondent Association in Bangladesh” (ইমক্যাব)।
কলকাতার ইংরেজি দৈনিক `দ্য টেলিগ্রাফ`-এর বাংলাদেশ সংবাদদাতা ফরিদ হোসেন আহবায়ক এবং `সংবাদ প্রতিদিন`-এর বাংলাদেশ সংবাদদাতা সুকুমার সরকারকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া প্রাথমিকভাবে রহমান জাহাঙ্গীর (একদিন কলকাতা), সোহরাব হাসান (দৈনিক সংবাদ আগরতলা), কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার পত্রিকা কলকাতা), নির্মল চক্রবর্তী (উত্তরবঙ্গ সংবাদ শিলিগুড়ি), আনোয়ারুল করিম রাজু (কলকাতার দৈনিক প্রয়াগ ও আসামের দৈনিক সাময়িক প্রসঙ্গ), আতাউর রহমান (সকালবেলা ভারত), মীর আফরোজ জামান ( দৈনিক কালান্তর কলকাতা) প্রমুখকে সদস্য করা হয়েছে।
বাংলাদেশ সময় : ১৭৩৩ ঘণ্টা, মে ১৬, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
Jewel_mazhar@yahoo.com