ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ফিচার

কুয়াশা মাখা স্নিগ্ধ সকাল

রাজীন চৌধুরী, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৫, নভেম্বর ২৮, ২০২৩
কুয়াশা মাখা স্নিগ্ধ সকাল

ঋতু পরিক্রমায় প্রকৃতিতে ঘুরে প্রতিবারের মতো শীত মৌসুম আসে। গ্রামগঞ্জে শীত প্রায় পড়েই গেছে।

ভোরের দিকে হালকা কুয়াশার চাদরে ঢাকা থাকে প্রকৃতি। রাতে ঠাণ্ডা অনুভব হওয়ায় গায়ে দিতে হচ্ছে বাহারি রঙের কাঁথা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরে ঢাকার উত্তরাসহ বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশাচ্ছন্ন রাস্তা-ঘাট। দূর্বা ঘাসে ও গাছের পাতায় মুক্তার মতো আলো ছড়িয়ে ভোরের শিশির জানান দিচ্ছে শীত আসছে। সেই সঙ্গে সন্ধ্যা ও গভীর রাতে অনুভূত হচ্ছে মৃদু ঠাণ্ডা।

একটু দূরে বেড়িবাঁধ সংলগ্ন উত্তরার ১৮ নম্বর সেক্টরের দিকে শীতের আমেজ পাওয়া যাচ্ছে ভালোমতোই। এখানে ভোরে হলে হালকা কুয়াশায় আছন্ন থাকে চারপাশ, তারপর আস্তে আস্তে সূর্য দেখা মিলে। প্রকৃতি যেন এক লীলা খেলায় ব্যস্ত হয়ে পরে কুয়াশা এবং সূর্যের কিরণের মাঝে।

স্বাগতম জানাই শীত মৌসুমকে। প্রতিবছরের এই সময়ের কয়েকটি দিন যেন আকাঙ্ক্ষিত। কারণ দিনের বেলায় গরম আর রাতে হালকা শীত। মনে হয় সারা বছরটি যদি এমনিই থাকতো।

পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হওয়ার মতো উপযুক্ত আবহাওয়া হচ্ছে এ মৌসুম। তাই মনের জানালায় রিফ্রেশ বাটন চাপতে ভুলবেন না।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।