ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফিচার

জর্জ ওয়াশিংটন থেকে ওবামা

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টদের মেয়াদকাল

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, নভেম্বর ৭, ২০১২
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টদের মেয়াদকাল

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মত নির্বাচিত হলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর অর্থ প্রথম মেয়াদের (টার্ম) ৪ বছর পেরিয়ে তিনি থাকবেন আরও ৪ বছর।

তবে বর্তমানের প্রচলিত বিধান মতে কোনও ব্যক্তির যেহেতু তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হবার সুযোগ যুক্তরাষ্ট্রে নেই তাই বলা যায়, যদি অন্য কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সর্বোচ্চ ৮ বছর হোয়াইট হাউসের মসনদে থাকবেন ওবামা। আসুন এ সুবাদে দেখে নেই, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাবেক প্রেসিডেন্টদের কে কতদিন ক্ষমতায় ছিলেন।

ফ্রাঙ্কলিন রুজভেল্ট   
সবচেয়ে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট। তিনি মোট ৪হাজার ৪শ ২২দিন ক্ষমতায় ছিলেন। তিনি প্রেসিডেন্ট হিসেবে ৩টি পুরো টার্ম পূর্ণ করেছেন এবং চতুর্থ টার্মের ৮৩ তম দিনে মারা যান। এর মধ্যে তার প্রথম টার্মটি ছিল সবচেয়ে সংক্ষিপ্ত, এটি জর্জ ওয়াশিংশনের পরে কোনো মার্কিন প্রেসিডেন্টের সংক্ষিপ্ততম ক্ষমতাকাল (যারা ক্ষমতায় থাকা অবস্থায় মারা যাননি বা পদত্যাগ করেননি)। সংবিধানের ২০তম সংশোধনীর ফলে মার্চের ৪ ‍তারিখে নির্ধারিত প্রেসিডেন্টের অভিষেকের তারিখ পরের বছর ১৯৩৭ সালের জানুয়ারির ২০ তারিখে করা হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের ৩২ তম প্রেসিডেন্ট রুজভেল্টের প্রথম মেয়াদটি ছিল ১মাস ১৩ দিন বা ৪৪ দিন কম।

থমাস জেফারসন সহ ১১ জন
রুজভেল্টের পরে সবচেয়ে বেশিদিন হোয়াইট হাউসের বাসিন্দা ছিলেন থমাস জেফারসনসহ মোট ১১ জন প্রেসিডেন্ট। তারা সবাই দুইটি মেয়াদ পূরণ করেন। তারা প্রত্যেকে মোট ক্ষমতায় ছিলেন ২৯২২ দিন করে। ক্রমানুসারে থমাস জেফারসন ছাড়া বাকি ১০ জন হলেন— জেম্‌স মেডিসন, জেম্‌স মনরো, অ্যান্ড্রু জ্যাকসন, ইউলিসিস এস গ্রান্ট, গ্রোভার ক্লিভল্যান্ড, উড্রো উইলসন, ডোয়াইট ডি আইসেনহাওয়ার, রোনাল্ড রিগান, বিল ক্লিন্টন ও জর্জ ডব্লিউ বুশ।

জর্জ ওয়াশিংটন
জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। তিনিও দু’টি মেয়াদ পূর্ণ করেন। তবে যুক্তরাষ্ট্র কংগ্রেসের কোরাম পূর্ণ না হওয়ার জটিলতায় তার অভিষেক ৫৭ দিন (১ মাস ২৭ দিন) পিছিয়ে যায়, ফলে ১৭৮৯ সালের ৩০ এপ্রিল তিনি ক্ষমতায় আসেন। এ সূত্রে তিনি ক্ষমতায় ছিলেন ২ হাজার ৮৬৫ দিন।

হ্যারি এস ট্রুম্যান
যুক্তরাষ্ট্রের ৩৩তম প্রেসিডেন্ট ট্রুম্যান ক্ষমতায় ছিলেন মোট ২ হাজার ৮৪০ দিন। তিনি নির্বাচিত হয়েছিলেন এক টার্মের জন্যই তবে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের মেয়াদের বাকি ৩ বছর ৯মাস ৯ দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। এরপর নিজে নির্বাচিত হয়ে পরের ৪ বছর ক্ষমতায় ছিলেন। সংবিধঅনের ২২ তম সংশোধনী মতে তৃতীয়বারের মত প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ হ্যারি এস ট্রুম্যানের ছিল, কিন্তু সে সুযোগ তিনি নেননি।

থিওডর রুজভেল্ট
২৬তম প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট ক্ষমতায় ছিলেন মোট ২ হাজার ৭২৮ দিন। তিনি প্রেসিডেন্ট ম্যাককিনলে’র দ্বিতীয় মেয়াদের ৩বছর ৬মাস ৩দিন দায়িত্ব পালন করেন। এরপর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নিজের ৪বছরের মেয়াদ পূর্ণ করেন। ৪বছর পর ফের নির্বাচনে ‍অংশ নিয়ে পরাজিত হন।

ক্যালভিন কুলিজ
৩০তম প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ ক্ষমতায় ছিলেন ২হাজার ৪১দিন। তিনি প্রেসিডেন্ট হার্ডিংসের মেয়াদের বাকি ১বছর ৭মাস ৩দিনের দায়িত্ব পালন করেন। এরপর নিজে নির্বাচিত হয়ে ৪ বছর প্রেসিডেন্ট ছিলেন। তবে পুনর্নির্বাচনে অংশ নেননি।

রিচার্ড এম নিক্সন
৩৭ তম প্রেসিডেন্ট রিচার্ড এম নিক্সন দুই মেয়াদে মোট ২ হাজার ২৭ দিন ক্ষমতায় ছিলেন। প্রথম মেয়াদ শেষ করার পর দ্বিতীয় মেয়াদের ১বছর ৬মাস ২১দিনের মাথায় পদত্যাগ করেন।

লিন্ডন বি জনসন
আততায়ীর গুলিতে যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি নিহত হওয়ার পর তার মেয়াদের ১বছর ২মাস দায়িত্ব পালন করেন ৩৬তম প্রেসিডেন্ট রিন্ডন বি জনসন। এরপর পূর্ণ মেয়াদের জন্য নির্বাচিত হন। ১৯৬৮ সালে প্রেসিডেন্সিয়াল প্রাইমারি দৌড়ে থাকা অবস্থায় প্রতিদ্বন্দ্বীতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। তিনি ক্ষমতায় ছিলেন মোট ১ হাজার ৮৮৬ দিন।

উইলিয়াম ম্যাককিনলে
২৫তম প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে মোট ১হাজার ৬৫৪ দিন ক্ষমতায় ছিলেন। দ্বিতীয় মেয়াদের ৫মাস ৩০দিনের মাথায় নিহত হন।

আব্রাহাম লিঙ্কন
যুক্তরাষ্ট্রের সমধিক আলোচিত ও ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ক্ষমতায় ছিলেন মোট ১৫শ ৩দিন। তার দ্বিতীয় মেয়াদের ১মাস ৯দিনের মাথায় আততায়ীর গুলিতে নিহত হন।

জন কুইন্সি অ্যাডাম্স
ষষ্ঠ প্রেসিডেন্ট জন কুইন্সি অ্যাডাম্স ১হাজার ৪৬১দিন ক্ষমতায় ছিলেন। তিনি পুনর্নির্বাচিত হননি।

মার্টিন ফন বুরেন
অষ্টম প্রেসিডেন্ট মার্টিন ক্ষমতায় ছিলেন ১হাজার ৪৬১দিন। তিনিও পুনর্নির্বাচিত হননি।

জেম্স কে পোল্ক
একাদশতম প্রেসিডেন্ট জেম্স কে পোল্ক একটি পূর্ণ মেয়াদ অর্থাৎ ১৪শ ৬১ দিন ক্ষমতায় ছিলেন। পুনর্ণির্বাচনে ‍অংশ নেননি।

ফ্রাঙ্কলিন পিয়ার্স
১৪তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন পিয়ার্স একটি পূর্ণ মেয়াদ অর্থাৎ ১৪শ ৬১ দিন ক্ষমতায় ছিলেন। পুনর্ণির্বাচনের জন্য নমিনেশন চেয়ে পাননি।

জেম্স বুকানান
পিয়ার্সের পরবর্তী অর্থা‍ৎ ১৫ তম প্রেসিডেন্ট জেম্স বুকানানও এক মেয়াদের প্রেসিডেন্ট ছিলেন। যথারীতি ক্ষমতায় ছিলেন ১৪শ ৬১ দিন। পুনর্নির্বাচনে অংশ নেননি।

রাদারফোর্ড বি হায়েস
১৯তম প্রেসিডেন্ট রাদারফোর্ড বি হায়েসও এক মেয়াদ অর্থাৎ ১৪শ ৬১দিন ক্ষমতায় ছিলেন। পুনর্নির্বাচনে অংশ নেননি।

বেঞ্জামিন হ্যারিসন
২৩তম প্রেসিডেন্ট বেঞ্জামিন হ্যারিসন, ২৭ তম উইলিয়াম হাওয়ার্ড টাফ্ট, ৩১ তম হার্বার্ট হুভার, ৩৯ তম জিমি কার্টার, ৪১ তম জর্জ এইচ ডুব্লিউ বুশ (সিনিয়র বুশ) ও দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডাম্স প্রত্যেকে এক টার্ম করে দায়িত্ব পালন করেন এবং কেউ-ই পুনর্নির্বাচিত হননি। তবে শুধুমাত্র জন অ্যাডাম্স অন্য সবার মত ১৪শ ৬১ দিনের দায়িত্ব পালন করেননি। তিনি দায়িত্ব পালন করেন ১৪শ ৬০ দিন।

জন টাইলার
দশম প্রেসিডেন্ট জন টাইলার ১৪৩০ দিন দায়িত্ব পালন করেন। অর্থাৎ প্রেসিডেন্ট উইলিয়াম এইচ হ্যারিসনের মেয়াদের ৩বছর ১১মাস ১দিন দায়িত্ব পালন করেন। নিজে নির্বাচন করার নমিনেশন চেয়ে পাননি। পরে থার্ড পার্টির (যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে অন্য যে কোনো দল বা স্বতন্ত্র ব্যক্তি স্বত্ত্বা) নমিনেশন নিয়ে নির্বাচনের চেষ্টা চালান। শেষ পর্যন্ত ডেমোক্রেটদের (তার সাবেক দল) ত‍ৎপরতায় ক্ষান্ত দেন।

অ্যান্ড্রু জনসন
১৭তম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন হোয়াইট হাউসের বাসিন্দা ছিলেন ১৪শ ১৯ দিন। লিঙ্কনের দ্বিতীয় মেয়াদের ৩বছর ১০মাস ২১দিন দায়িত্ব পালন করেন তিনি। ১৮৬৮ সালের নির্বাচনে ডেমোক্রেটদের সমর্থন চেয়ে ব্যর্থ হন।

বারাক ওবামা
যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র অস্বেতাঙ্গ এবং ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের দিন-তারিখ মোতাবেক ০৬ নভেম্বর ২০১২ পর্যন্ত ক্ষমতায় আছেন ১৩শ ৮৭ দিন। এক মেয়াদ প্রায় শেষ করেছেন এবং প্রেসিডেন্ট থাকা অবস্থায় ৬ নভেম্বরের নির্বাচনে দ্বিতীয়বারের মত নির্বাচিত হন। সামনে তার পরবর্তী ৪ বছরের মেয়াদ অপেক্ষমান।

চেস্টার এ আর্থার
২১তম প্রেসিডেন্ট আর্থার ক্ষমতায় ছিলেন ১২৬২ দিন। প্রেসিডেন্ট গারফিল্ডের মেয়াদের বাকি ৩বছর ৫মাস ১৪দিন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এরপর পূর্ণ মেয়াদে নির্বাচিত হবার জন্য মনোনয়ন চেয়েও পাননি।

জন এফ কেনেডি
আততায়ীর হাতে নিহত যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি জন এফ কেনেডি নিজের মেয়াদের ২বছর ১০মাস ৩দিন দায়িত্ব পালন করেন। অর্থাৎ ক্ষমতার ১হাজার ৩৬তম দিনে আততায়ীর হাতে নিহত হন।

মিলার্ড ফিলমোর
১৩তম প্রেসিডেন্ট মিলার্ড ফিলমোর ক্ষমতায় ছিলেন ৯৬৯দিন। অর্থাৎ ১২তম প্রেসিডেন্ট জ্যাকারি টাইলরের মেয়াদের ২বছর ৭মাস ২৪দিন দায়িত্ব পালন করেন। ১৮৫২ সালের নির্বাচনের জন্য নমিনেশন দৌরে উইনফিল্ড স্কটের কাছে পিছিযে পড়েন। ৪বছর পর ক্যাথলিক বিরোধী ও প্রোটেস্ট্যান্টপন্থি নো নাথিং পার্টির পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে তৃতীয় হন।

জেরাল্ড আর ফোর্ড  
৩৮তম প্রেসিডেন্ট জেরাল্ড আর ফোর্ড ক্ষমতায় ছিলেন ৮শ ৯৫ দিন। রাষ্ট্রপতি নিক্সনের দ্বিতীয় মেয়াদের বাদবাকি ২বছর ৫মাস ১২দিনের দায়িত্ব পালন করেন তিনি। পূর্ণ মেয়াদের জন্য নির্বাচিত হননি।

ওয়ারেন জি হার্ডিং
২৯তম রাষ্ট্রপতি ওয়ারেন জি হার্ডিং ক্ষমতায় ছিলেন ৮শ ৮১দিন। নিজের মেয়াদের ২বছর ৪মাস ৩০দিন দায়িত্ব পালনের মাথায় মারা যান।

জ্যাকারি টাইলর
১২তম রাষ্ট্রপতি জ্যাকারি টাইলর ক্ষমতায় ছিলেন ৪৯১ দিন। নিজের মেয়াদের ১বছর ৪মাস ৬দিন দায়িত্ব পালনের মাথায় মৃত্যুবরণ করেন।

জেম্স এ গারফিল্ড
২০তম মার্কিন প্রেসিডেন্ট জেম্স এ গারফিল্ড ক্ষমতায় ছিলেন ১৯৯ দিন। নিজের মেয়াদের ৬মাস ১৬দিন দায়িত্ব পালনের মাথায় নিহত হন।

উইলিয়াম হেনরি হ্যারিসন
ঠিক একমাস অর্থা‍ৎ ৩১ দিন দায়িত্ব পালনের মাথায় মারা যান যুক্তরাষ্ট্রের নবম প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি হ্যারিসন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১২
সম্পাদনা: একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।