ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ফিচার

এই দিনে দিল্লির সিংহাসনে আরোহণ করেন আওরঙ্গজেব

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪০, জুলাই ২১, ২০২৫
এই দিনে  দিল্লির সিংহাসনে আরোহণ করেন আওরঙ্গজেব

আজ ২১ জুলাই ২০২৫, সোমবার। ইতিহাসের পাতায় এই দিনটি বহুবিধ ঘটনার সাক্ষী হয়ে রয়েছে।

রাজনীতি, বিজ্ঞান, সাহিত্যের উল্লেখযোগ্য ঘটনা থেকে শুরু করে বহু বিশিষ্টজনের জন্ম ও মৃত্যু ঘটেছে এই দিনে। চলুন একনজরে দেখে নেওয়া যাক, ইতিহাসে ২১ জুলাইয়ের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যুদিন।

গুরুত্বপূর্ণ ঘটনাবলি
১৬৫৮ – মোগল সম্রাট আওরঙ্গজেব দিল্লির সিংহাসনে আরোহণ করেন।

১৭৯৮ – নেপোলিয়ন বোনাপার্ট মিসরের পিরামিড যুদ্ধ জয় করেন।

১৮৩১ – বেলজিয়াম স্বাধীনতা অর্জন করে। এই দিনটিকে বেলজিয়ামের জাতীয় দিবস হিসেবে পালন করা হয়।

১৮৮৩ – ভারতের প্রথম রঙ্গমঞ্চ ‘স্টার থিয়েটার’ কলকাতায় উদ্বোধন হয়।

১৮৮৮ – ব্রিটিশ নাগরিক জন বয়েড ডানলপ বায়ুচালিত টায়ার আবিষ্কার করেন।

১৯৫৪ – জেনেভা চুক্তির মাধ্যমে ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬৯ – নাসার নভোচারীরা চাঁদের মাটি থেকে সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন; চাঁদে মানব ইতিহাসের প্রথম অবতরণের অংশ হিসেবে এই দিনটি ইতিহাসে স্মরণীয়।

১৯৭৬ – বীর উত্তম কর্নেল আবু তাহেরের ফাঁসি কার্যকর হয়।

এই দিনে জন্ম
১৮৯৯ – আর্নেস্ট হেমিংওয়ে, নোবেলজয়ী মার্কিন ঔপন্যাসিক ও সাংবাদিক।

১৯১১ – মার্শাল ম্যাকলুহান, বিশ্ববিখ্যাত কানাডিয়ান মিডিয়া তাত্ত্বিক।

১৯৩০ – আনন্দ বখশি, ভারতীয় জনপ্রিয় গীতিকার।

১৯৪৫ – ব্যারি রিচার্ডস, প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৫১ – রবিন উইলিয়ামস, অস্কারজয়ী মার্কিন অভিনেতা ও কৌতুকশিল্পী।

এই দিনে মৃত্যু
১৯০৬ – উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি।

১৯৩৫ – দিনেন্দ্রনাথ ঠাকুর, বাঙালি সংগীতজ্ঞ এবং রবীন্দ্রসঙ্গীত সংকলক।

১৯৭৬ – কর্নেল আবু তাহের, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা।

১৯৯৮ – অ্যালান শেপার্ড, প্রথম মার্কিন নভোচারী যিনি মহাশূন্যে গমন করেন।

২০১৫ – ই. এল. ডক্টোরো, খ্যাতনামা মার্কিন ঔপন্যাসিক।

এই দিনটি নানা ঘটনায় সমৃদ্ধ ও স্মরণীয়। ব্যক্তিগত কিংবা জাতীয় পর্যায়ে এই ধরনের ইতিহাস জানা আমাদের কৌতূহল জাগায়, একইসঙ্গে অনুপ্রেরণাও যোগায়।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।