আজ ২১ জুলাই ২০২৫, সোমবার। ইতিহাসের পাতায় এই দিনটি বহুবিধ ঘটনার সাক্ষী হয়ে রয়েছে।
গুরুত্বপূর্ণ ঘটনাবলি
১৬৫৮ – মোগল সম্রাট আওরঙ্গজেব দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
১৭৯৮ – নেপোলিয়ন বোনাপার্ট মিসরের পিরামিড যুদ্ধ জয় করেন।
১৮৩১ – বেলজিয়াম স্বাধীনতা অর্জন করে। এই দিনটিকে বেলজিয়ামের জাতীয় দিবস হিসেবে পালন করা হয়।
১৮৮৩ – ভারতের প্রথম রঙ্গমঞ্চ ‘স্টার থিয়েটার’ কলকাতায় উদ্বোধন হয়।
১৮৮৮ – ব্রিটিশ নাগরিক জন বয়েড ডানলপ বায়ুচালিত টায়ার আবিষ্কার করেন।
১৯৫৪ – জেনেভা চুক্তির মাধ্যমে ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৬৯ – নাসার নভোচারীরা চাঁদের মাটি থেকে সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন; চাঁদে মানব ইতিহাসের প্রথম অবতরণের অংশ হিসেবে এই দিনটি ইতিহাসে স্মরণীয়।
১৯৭৬ – বীর উত্তম কর্নেল আবু তাহেরের ফাঁসি কার্যকর হয়।
এই দিনে জন্ম
১৮৯৯ – আর্নেস্ট হেমিংওয়ে, নোবেলজয়ী মার্কিন ঔপন্যাসিক ও সাংবাদিক।
১৯১১ – মার্শাল ম্যাকলুহান, বিশ্ববিখ্যাত কানাডিয়ান মিডিয়া তাত্ত্বিক।
১৯৩০ – আনন্দ বখশি, ভারতীয় জনপ্রিয় গীতিকার।
১৯৪৫ – ব্যারি রিচার্ডস, প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯৫১ – রবিন উইলিয়ামস, অস্কারজয়ী মার্কিন অভিনেতা ও কৌতুকশিল্পী।
এই দিনে মৃত্যু
১৯০৬ – উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি।
১৯৩৫ – দিনেন্দ্রনাথ ঠাকুর, বাঙালি সংগীতজ্ঞ এবং রবীন্দ্রসঙ্গীত সংকলক।
১৯৭৬ – কর্নেল আবু তাহের, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা।
১৯৯৮ – অ্যালান শেপার্ড, প্রথম মার্কিন নভোচারী যিনি মহাশূন্যে গমন করেন।
২০১৫ – ই. এল. ডক্টোরো, খ্যাতনামা মার্কিন ঔপন্যাসিক।
এই দিনটি নানা ঘটনায় সমৃদ্ধ ও স্মরণীয়। ব্যক্তিগত কিংবা জাতীয় পর্যায়ে এই ধরনের ইতিহাস জানা আমাদের কৌতূহল জাগায়, একইসঙ্গে অনুপ্রেরণাও যোগায়।
আরএইচ