ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফিচার

ইমজাৎসে পর্বত বিজয়ীদের পতাকা প্রত্যর্পণ

তরুণদের নিয়ে আমি আশাবাদী: জিল্লুর রহমান সিদ্দিকী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, নভেম্বর ৯, ২০১২

ঢাকা: হিমালয়ের ইমজাৎসে পর্বতের শিখর বিজয়ী দলের পতাকা প্রত্যর্পণ করা হয়েছে। অভিযানের দলনেতা এম এ মুহিত শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর হাতে বাংলাদেশের জাতীয় পতাকাটি হস্তান্তর করেন।

এসময় জিল্লুর রহমান সিদ্দিকী বাংলাদেশের তরুণদের নিয়ে তার আশার কথা ব্যক্ত করেছেন।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এ উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন পরিচালনা করেন এভারেস্ট বিজয়ী প্রথম নারী নিশাত মজুমদার। অভিযাত্রী দল তাদের রোমাঞ্চকর অভিজ্ঞতা বর্ণনা করেন। পাশাপাশি স্লাইড শো ও ছবি প্রদর্শন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এম এ মুহিতের নেতৃত্বে এই পর্বতারোহন অভিযাত্রী সাদিয়া সুলতানা, নূর মোহাম্মদ, কাজি বাহলুল মজনু ও ধ্রুজ্যোতি ঘোষ মুকুল।

এসময় জানানো হয়, ইমজাৎসে শিখরটি এভারেস্টের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। পর্বতারোহী দল গত ৬ অক্টোবর নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ৯ অক্টোবর হিমালয়ের ৯ হাজার ৩১৭ ফুট উচু লুকলা বিমানবন্দর থেকে ট্রেকিং শুরু করেন। অভিযাত্রী দল ৬৫ কিলোমিটার হেটে ১৬ অক্টোবর বেস ক্যাম্পে পৌঁছান। ১৭ অক্টোবর গাইড মিংমা গ্যালজে শেরপা ও দাওয়া ইয়াংজুম শেরপাকে সঙ্গে নিয়ে বাংলাদেশের এই পাঁচ পর্বতারোহী চূড়ান্ত আরোহন শুরু করেন।

প্রায় ২ হাজার ৩০০ ফুট দীর্ঘ বিপজ্জনক পাথরের দেয়াল ও বোল্ডার পার হয়ে প্রায় ১ হাজার ৩০০ ফুট খাড়া হিমবাহের দেয়ালে আইস- এক্স, ক্রাম্পন ও জুমারের সাহায্যে তারা শিখরে পৌঁছান। ১৭ অক্টোবর  নেপাল সময় দুপুর ১ টা ১৫ মিনিটে আরোহঅ দল চুড়ায় পৌছাঁন।

ইমজাৎসে অভিযানটি পরিকল্পনা করে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। যৌথভাবে স্পন্সর করেছে প্ল্যান বাংলাদেশ, আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড ও ড্যানিশ কনডেন্সড মিল্ক বাংলাদেশ লিমিটেড। বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড অভিযাত্রীদের ঢাকা- কাঠমুন্ডু-ঢাকা বিমান টিকেট দিয়েছে।

জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, আমরাও অনেক কিছু পারি। বাংলাদেশের তরুণদের নিয়ে আমি আশাবাদী। এই অভিযাত্রী দলের অভিযান শুরুর অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। আমি দেখছি তরুণরা কিভাবে অসম্ভকে সম্ভব করছে।

তিনি বলেন, আমাদের প্রবীণদের উচিত এই ধরনের কর্মবীর তরুণদের উৎসাহিত করা ও দোয়া করা। বাংলাদেশের জন্য তরুণরা নানা অর্জন বয়ে আনছে। বাংলাদেশের সংস্কৃতিতে পর্বতারোহন স্থান করে নিচ্ছে।

অভিযানের দলনেতা এম এ মুহিত বলেন, বালাদেশের সাহসী অভিযাত্রী দল একের পর এক পর্বত জয় করে বাংলাদেশের পতাকাকে তুলে ধরছে। আমাদের দেশে অনেক সম্ভাবনাময় তরুণ রয়েছে। তারাও আগামীতে বাংলাদেশের মুখ উজ্বল করবে।

তিনি বলেন, বাংলাদেশ সম্ভাবনাময় তাই বাংলাদেশের পতাকা বিশ্বের কাছে তুলে ধরতে পেরে আমরা গর্বিত।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১২
এমআইআর/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।