ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফিচার

ফেইসবুক ব্যবহারকারী মেয়েরা অসুখী

অমিয় দত্ত ভৌমিক, ওয়েব এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, নভেম্বর ১১, ২০১২
ফেইসবুক ব্যবহারকারী মেয়েরা অসুখী

বিশ্ব-সামাজিক যোগাযোগ ব্যবস্থার জনপ্রিয় ওয়েবসাইট ফেইসবুক। আর এই ফেইসবুকে যে সব মানুষ বেশি সময় কাটান তাদের অধিকাংশই ব্যক্তিগত জীবনে অসুখী।

ফেইসবুক ব্যবহারকারী মেয়েদের একটি বড় অংশ একই সমস্যায় ভুগছে।

সম্প্রতি ফেইসবুক সম্পর্কে সুইডেনে পরিচালিত একটি সমীক্ষা থেকে এই তথ্য জানানো হয়।

এতে দেখা যায়, নিম্নবিত্ত ও স্বল্প-শিক্ষিত শ্রেণির যে সব মানুষ ফেইসবুকে বেশি সময় কাটায় তাদের প্রায় সবাই ব্যক্তিগত জীবনে অসুখী। এর মধ্যে মেয়েরা কেউই তাদের ব্যক্তিগত জীবন-যাপন নিয়ে সুখী নন। ফেইসবুকে সময় দেওয়াটা মানুষের প্রাত্যহিক জীবনের একটি নিয়মিত অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে।

অংশগ্রহণকারীদের মধ্যে ৮৫ শতাংশ জানায়, তারা প্রতিদিনের রুটিনে একটা সময় রাখে ফেইসবুকের জন্য।

সমীক্ষা থেকে জানা যায়, তরুণদের কাছে ফেইসবুক প্রাত্যহিক অভ্যাস এবং সময় ব্যয়ের একটা মাধ্যম মাত্র। অন্যদিকে প্রাপ্তবয়স্কদের জন্য এটি একে অন্যকে জানার মাধ্যম। সমীক্ষায় অংশ নেয়া প্রায় অর্ধেক মানুষ জানান, তারা ফেইসবুক ছাড়া চলার কথা চিন্তাও করতে পারেন না। এক চতুর্থাংশের মতামত, তারা নিয়মিত ফেইসবুকে ‘লগ ইন’ করতে না পারলে অসুস্থ বোধ করেন।

সমীক্ষার তথ্য অনুযায়ী, মহিলারা গড়ে দিনের প্রায় ৮১ মিনিট এবং পুরুষরা ৬৪ মিনিট ফেইসবুকে ব্যয় করে।

পুরুষদের এক তৃতীয়াংশ জানান, তারা ফেইসবুকে অন্যকে বিরক্ত করে থাকেন। আর এক চতুর্থাংশ অংশগ্রহণকারী জানায়, তারা গর্ব প্রকাশ করার জন্য ফেইসবুক ব্যবহার করে থাকেন।

আর নারীরা ফেইসবুকে তাদের আবেগ এবং সম্পর্ক বিষয়ে লিখেন বেশি।

গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের ছাত্র লেইফ ডেন্টি তার ডক্টরেট পেপার হিসেবে এই সমীক্ষা চালিয়েছেন। তিনি জানান, অবচেতন ভাবেই মানুষ ফেইসবুক ব্যবহারকে তার অভ্যাসে পরিণত করেছে। প্রতিবার ব্রাউজার খুললেই তারা ফেইসবুক নিয়ে বসে পড়ে। ধীরে ধীরে এটি একটি ভয়াবহ আসক্তিতে পরিণত হয়ে যাচ্ছে।

গত জুন থেকে সেপ্টেম্বর ২০১১ পর্যন্ত সুইডেনের ১৮ থেকে ৭৩ বছর বয়সী প্রায় ১ হাজার মানুষের উপর এই সমীক্ষা চালানো হয়েছিল।

তথ্য: বিদেশি পত্রিকা অবলম্বনে

বাংলাদেশ সময়: ১২৪০ ঘন্টা, নভেম্বর ১১, ২০১২
এডিবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।