ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফিচার

পুলিশের দুঃখপ্রকাশ

বিগ বি’র ছবিওয়ালা নক্সাল বিরোধী পোস্টার প্রত্যাহার

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, নভেম্বর ১১, ২০১২
বিগ বি’র ছবিওয়ালা নক্সাল বিরোধী পোস্টার প্রত্যাহার

ঢাকা: বিহার পুলিশ বলিউড সম্রাট অমিতাভ বচ্চনের ছবি সম্বলিত পোস্টার-হোর্ডিং সরিয়ে নিয়েছে।

সম্প্রতি ভারতের বিহার রাজ্যে মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে দিশাহারা পুলিশ দারিদ্র পীড়িত তরুণ সমাজকে পুলিশে যোগ দিতে উসাহিত করে প্রচারিত বিজ্ঞাপনের বিলবোর্ডে বিগ বি’র বিশাল ছবি ব্যবহার করে।

এ সংবাদ জানার পর অমিতাভ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মামলার হুমকি দেন। ফেসবুক ও টুইটারে নিজের অ্যাকাউন্টে করা মন্তব্যে বিগ বি জানান, এ কাজে পুলিশ কোনো অনুমতিই নেয়নি। এরপর রোববারের মধ্যেই অমিতাভের ছবি ব্যবহার করে লাগানো বিজ্ঞাপনগুলো সরিয়ে নেয় বিহার পুলিশ।

এ প্রসঙ্গে বিহারের কাইমুর জেলার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট (এসপি) উমাশংকর সুধাংশু জানান, শিক্ষামূলক কাজে অমিতাভের অনুমতি ছাড়া তার ব্যবহার করা ছবি সম্বলিত প্রচারনা উপকরণগুলো সরিয়ে ফেলা হয়েছে।  

এসপি সুধাংশু বলেন, আধাউরা এলাকায় তরুণদের শিক্ষামূলক কাজের প্রচারণায় লাগানো অমিতাভের ছবি সম্বলিত ব্যানারগুলো সরিয়ে ফেলা হয়েছে। আমি মি. বচ্চনকে এজন্য ‘সরি’ বলেছি।

প্রসঙ্গত, বিহারের পশ্চাদপদ ও নক্সাল অধ্যুষিত এলাকায় বিদ্রোহী মাওবাদী বিচ্ছন্নতাবাদী সশস্ত্র দলগুলোতে দারিদ্রপীড়িত তরুণদের যোগদান ঠেকাতে কাইমুর জেলা পুলিশ গত মাস থেকে তাদের প্রচারণা কাজে অমিতাভের নাম ও ছবি ব্যবহারের সিদ্ধান্ত নেয়।  

বিহার রাজ্যের দুর্গম, অনুন্নত ও পশ্চাদপদ এলাকার তরুণদের বিনামূল্যে আহার, বাসস্থান ও প্রশিক্ষণ দিয়ে পুলিশ বা আধা-সামরিক বাহিনীতে চাকরি পাওয়ার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে সুপার৩০ নামে চলমান ওই বিশেষ প্রকল্প বিহারে সাড়া ফেলেছে। বিহার পুলিশের ধারণা, বেকার ‍যুবকদের ‍কাজের সুযোগ করে দেওয়ার এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজ্য জুড়ে বিস্তৃত মাওবাদী নেটওয়ার্ক ক্রমশ নির্মূল করা সম্ভব হবে। এর ফলে এ অঞ্চলে শান্তির বাতাবরণ ফিরিয়ে আনা যাবে।
 

এদিকে, অমিতাবের ছবিওয়ালা ব্যানারগুলো সরানোর পর এসপি সুধাংশু আরও বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, তরুণদের জন্য শিক্ষামূলক প্রচারণায় নিখাদ জনস্বার্থে অমিতাভের ছবি ও নাম ব্যবহার করা হয়েছিল। এর পেছনে অস‍ৎ কোনো স্বার্থ ছিল না।
 
সম্প্রতি প্রচারিত ওইসব বিলবোর্ডে অমিতাভের বিশাল ছবিসহসহ হিন্দিতে লেখা ‘নই সোচ, নই পহল, নয়ে স্বরূপ এবং নয়ে প্রারূপ মে— জো মেরা হ্যায় ও তেরা হ্যায়...’ শিরোনামে তরুণদের মাওবাদীদের দিকে না ঝুঁকতে এবং পুলিশে যোগ দিতে উৎসাহিত করে উপদেশ দেওয়া হয়।

বিষয়টা এমনভাবে উপস্থাপিত হয় যে সাদা চোখে দেখে মনে হতে পারে, পুলিশের ওই ক্যাম্পেইনে শরীক হয়ে বিগ বি নিজেই কথাগুলো বলেছেন। কিন্তু বাস্তব হচ্ছে, তিনি এ বিষয়ে বিন্দু-বিসর্গ কিছুই জানতেন না।
 
এ ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে সত্তরোর্ধ বলিউড সম্রাট অমিতাভ টুইটারে মন্তব্য করেছেন, “বিহার পুলিশ কর্তৃক আমার ছবি ব্যবহারের সংবাদ এইমাত্র পড়লাম... এটা বেআইনি। এক্ষেত্রে আমি কোনো অনুমতি দেইনি বা তারা নেয়নি। বিষয়টি নিয়ে আমার আইনজীবীরা কার্যকরী পদক্ষেপ শুরু করেছেন। ”

যাহোক, শেষ পর্যন্ত বিগ বি’র-ই জয় হল। তার ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় এবং মামলার হুমকিতে নত হল বিহার পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০১২
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।