ঢাকা: জলবায়ু নিয়ন্ত্রণে বিশ্বনেতারা বৈঠকে মত্ত। সবাই আপন স্বার্থ উদ্ধারে নিজ নিজ জায়গায় অনড়।
বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতি এ বার্তা পৌঁছাতেই রোববার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত রাজধানীর গুলশান-২ গোলচত্বরে বিশেষ ক্যাম্পেইন করেছে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ক্যাম্পেইন চলাকালীন ১ মিনিটের জন্য থমকে যায় গুলশান চৌরাস্তা। রাস্তার মাঝখানে অর্ধশতাধিক তরুণ স্লোগান দিয়ে ওঠে, ‘ক্লাইমেট অ্যাকশন’।
নগরীর ব্যস্ততম এই সড়কের প্রতিটি মানুষ অবাক বিস্ময়ে অবলোকন করলেন পরিবেশ রক্ষার জন্য একঝাঁক তরুণের এ সম্মিলিত উদ্যোগ।
এ আয়োজনের প্রধান উদ্যোক্তা ছিল বাংলানিউজটোয়েন্টিফোর.কম। এছাড়া সহযোগিতার হাত বাড়িয়ে পাশে ছিলো পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে জড়িত তরুণদের সংগঠন বাংলাদেশ ইয়ুথ মুভমেন্ট ফর ক্লাইমেট (বিওয়াইএমসি), রেডিও টুডে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির আর্থ ক্লাব।
আগামী ২৬ নভেম্বর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনকে সামনে রেখে নেওয়া হয় এই ক্যাম্পেইনের উদ্যোগ। এবার তরুণ প্রতিনিধি হিসেবে দোহার আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনে যাচ্ছেন ‘বাংলাদেশ ইয়ুথ মুভমেন্ট ফর ক্লাইমেটের অন্যতম সদস্য কামরুল ইসলাম।
কামরুল তার অনুভূতির কথা বলতে গিয়ে বলেন, “সম্মেলনে যাওয়ার চেয়ে নিজের দেশে কাজ করাটাই জরুরি। বাংলাদেশের মানুষকে সচেতন করতে হবে। অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে বোঝাতে হবে তাদের পাশে আমরা সবাই আছি। ”
অন্যদিকে বাংলাদেশ ইয়ুথ মুভমেন্ট ফর ক্লাইমেটের প্রতিষ্ঠাতা রেজওয়ান নবীন বলেন, “ঘরে বসে গোলটেবিল বৈঠকের চেয়ে একঝাঁক তরুণ নিয়ে পরিবেশ বিপর্যয়ের বিষয়টি বোঝানো এখন সবচেয়ে বেশি জরুরি। “
এদিকে এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে স্লোগানের সঙ্গে যোগ দেন মেলোডি ও সাদিয়া নামে দুই বিদেশিও। তারাও বাংলাদেশের তরুণদের এ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। ফ্রান্স থেকে আসা মেলোডি বাংলাদেশে ‘পরিবেশ বিপর্যয়ে নারীদের ঘুরে দাঁড়ানো’ বিষয়ের ওপর কাজ করছেন।
মেলোডি বাংলানিউজকে জানান, “আমি বাংলাদেশে এসে এখানকার তরুণদের পরিবেশ বিষয়ে উৎসাহ দেখে অবাক। আজকের ঢাকার এ ব্যস্ত রাস্তায় তাদের চিৎকার আমি আমার দেশেও পৌঁছে দেব। “
উল্লেখ্য, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম ২০১১ সালে ডারবানে অনুষ্ঠিতব্য পরিবেশ বিষয়ক সম্মেলনের আগে তরুণদের নিয়ে একটি গোলটেবিল বৈঠক আয়োজন করেছিলো। এ বছরও তারই ধারাবাহিকতায় ভিন্নধারার এই ক্যাম্পেইনে পৃষ্ঠপোষকতা করলো বাংলানিউজ।
বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম,নিউজরুম এডিটর