ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফিচার

তাজিক ফতোয়া

এক মুঠের বেশি দৈর্ঘ্যের দাড়ি রাখা যাবে না

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, নভেম্বর ২১, ২০১২
এক মুঠের বেশি দৈর্ঘ্যের দাড়ি রাখা যাবে না

দাঁড়ি বিরোধী তাজিকস্ সরকারের সর্বশেষ পদক্ষেপ হচ্ছে— কেউ (পুরুষ) একমুঠ পরিমাণের বেশি দৈর্ঘ্যের দাঁড়ি রাখতে পারবে না।

সরকারের কমিটি অন রিলিজিয়াস অ্যাফেয়ার্সের অনুরোধে তাজিকিস্তানের ইসলামী আইনজীবীদের সংগঠন কাউন্সিল অব উলামা এ ফতোয়া দেয়।

সরকার এতে অনুমোদন দেয়।

সংগঠনটি একই সঙ্গে মুসলিম মেয়েদের পোশাকের ব্যাপারে ফতোয়া দেয়, যাতে বলা হয়, মুখ-হাত ও পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর আবৃত করা পোশাক পড়তে হবে।

সম্প্রতি দেওয়া এই ফতোয়ার আওতায় পড়বে বিশেষ করে হানাফি মাজহাব অনুসারী মুসলমান নারী-পুরুষরা। তবে ফতোয়া ভঙ্গ করে দাড়ি-গোঁফ বড় রাখলে বা মেয়েরা পোশাকের ব্যাপারে শরীয়তি নিয়ম না মানলে অর্থাৎ বেপর্দা চলাফেরা করলে কী শাস্তি দেওয়া হবে সে সম্পর্কে কিছু নির্দিষ্ট করা হয়নি।

প্রসঙ্গত, তাজিক কর্তৃপক্ষ দীর্ঘকাল মুসলিমদের দাড়ি রাখার ওপরে কঠোর অবস্থানে ছিল। ২০০৯ সালে জারি করা এক আদেশ বলে, পঞ্চাশের নিচের বয়সী সব শিক্ষকদের দাড়ি রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে পঞ্চাশোর্ধ শিক্ষকদের ক্ষেত্রে শুধুমাত্র ৩ সেন্টিমিটার পর্যন্ত লম্বা দাড়ি রাখার অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ২১ নভেম্বর, ২০১২
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।