ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

ফিচার

দিনভর বৃষ্টি আর ভোগান্তি 

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, জুলাই ৮, ২০২৫
দিনভর বৃষ্টি আর ভোগান্তি  বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হয়ে অনেকে দুর্ভোগে পড়েন/ছবি: শাকিল আহমেদ

রাজধানীতে দিনভর বৃষ্টি হওয়ায় বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সকালে অফিসগামীরাও বিড়ম্বনায় পড়েন। মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে হালকা কালো মেঘে ঢাকা ছিল রাজধানীর আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি নামে। এতে বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা যায়। বিশেষ করে নিম্নাঞ্চল এলাকাগুলো বৃষ্টিতে কোথাও কোথাও হাঁটুপানি জমেছে।  এদিকে স্কুল-কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা পড়েছেন দুর্ভোগে।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকার নানা ভোগান্তির চিত্র তুলে ধরেছেন বাংলানিউজের ফটো করেসপন্ডেন্ট শাকিল আহমেদ।

মেঘলা আকাশ/ ছবি: শাকিল আহমেদ

সকাল থেকে রাজধানীর আকাশে ছিল হালকা মেঘলা ঢাকা।

পলিথিন টানিয়ে মালামাল বিক্রি করছেন এক দোকানি/ছবি: শাকিল আহমেদ

রাজধানীর অনেক এলাকার ফুটপাতের দোকানগুলোতে দেখা গেল পলিথিন টানিয়ে মালামাল বিক্রি করছেন দোকানিরা।  

ফলের আড়তে ক্রেতাশূন্য/ ছবি: শাকিল আহমেদ

বৃষ্টির মধ্যে যাত্রাবাড়ী এলাকার একটি ফলের আড়তে ক্রেতাশূন্য।  শীতল আবহওয়া থাকায় ঘুমিয়ে নিচ্ছেন এক ফলবিক্রেতা।  

দিনভর বৃষ্টি থাকায় যাত্রাবাড়ী এলাকার একটি সবজির আড়তে নেই কোনো ক্রেতা।  

বৃষ্টির মধ্যে নদী পারাপার/ছবি: শাকিল আহমেদ

বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে নদী পারাপার হচ্ছেন যাত্রীরা।

পলিথিন গায়ে জড়িয়ে রিকশা নিয়ে ছুটছেন চালকরা/ছবি: শাকিল আহমেদ

বৃষ্টির কারণে পলিথিন গায়ে জড়িয়ে রিকশা চালাচ্ছেন কয়েকজন চালকরা।  



সকাল ও  দুপুরে বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হয়ে অনেকে পড়েছেন দুর্ভোগে। রেইনকোর্ট ও ছাতা ছাড়াই দেখা গেল কয়েকজন শিক্ষার্থীদের।
 
বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে হেঁটে চলেছেন এক যুবক/ছবি: শাকিল আহমেদ

কেউ কেউ বৃষ্টি থেকে রক্ষা পেতে ছাতা নিয়ে বের হয়েছেন।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।