ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার। ৩০ শ্রাবণ ১৪৩২, বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৫৫১- তুরস্কের নৌবাহিনী ত্রিপোলি দখল করে।
১৫৮৫- রানি প্রথম এলিজাবেথ নেদারল্যান্ডসের সার্বভৌমত্ব খারিজ করে দেন।
১৭৬২- ইংল্যান্ডের নৌবাহিনী হাভানা দখল করে।
১৭৯০- সুইডেন ও রাশিয়া শান্তিচুক্তি করে
১৮৪৮- গঠিত হয় ওরেগন এলাকা।
১৮৮৫- জাপান জং প্রতিরোধক রং প্যাটেন্ট করে।
১৯০০- ২০০ মার্কিন নৌ-সেনা অবতরণ করে পিকিং দখল করে নিলে বক্সার বিদ্রোহের সমাপ্তি ঘটে।
১৯১২- মার্কিন মেরিন সেনা নিকারাগুয়া দখল করে।
১৯৩১- ইলা সেন ও মীরা দেবী নামে কুমিল্লার অষ্টম শ্রেণির দুই ছাত্রী ব্রিটিশবিরোধী বিপ্লবী তৎপরতার অংশ হিসেবে কুমিল্লার ম্যাজিস্ট্রেট সিজি স্টিভেন্সকে গুলি করে হত্যা করে।
১৯৪১- রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক চার্টার নামক শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন।
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তির কাছে (বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে, এবং আনুষ্ঠানিকভাবে সব মিত্রদের কাছে) নিঃশর্ত আত্মসমর্পণ করে।
১৯৪৭- ভারত বিভক্তির মাধ্যমে পৃথক পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয়।
জন্ম
১২৫৭- জাপান সম্রাট হানাজোনো।
১৮৬৭- নোবেলজয়ী ইংরেজ ঔপন্যাসিক ও নাট্যকার জন গলসওয়ার্দ।
মৃত্যু
১৪৩৩- পর্তুগালের রাজা প্রথম জোহান।
১৯৫৮- নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ ফ্রেদেরিক জুলিও কুরি। তিনি ১৯৩৫ সালে নোবেল পান।
তিনি ছিলেন বিখ্যাত পদার্থবিশারদ। তিনি এবং তার স্ত্রী আইরিন জুলিও-কুরি যৌথভাবে কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কারের ফলে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কারে ভূষিত হন। কুরি দম্পতি এখন পর্যন্ত সফলতম নোবেল বিজয়ী পরিবার।
১৯৪১- নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ পল সাবাতিয়।
১৯৫৬- জার্মান নাট্যকার ব্রেখট।
১৯৭২- ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার ও কবি ঝুল রম্যাঁ।
এসআই