ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
২২ আগস্ট ২০২৫, শুক্রবার। ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৯৮৯- নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া যায়।
জন্ম
১৮৬২- ক্লাউড ডেবুসয়, ফরাসি সুরকার।
১৮৭৪- মাক্স সচেলের, জার্মান দার্শনিক ও লেখক।
১৮৭৭- একে কুমারস্বামীর, সিংহলী শিল্পী।
১৯০২- লিনি রিয়েফেন্সটাহল, জার্মান অভিনেত্রী ও পরিচালক।
১৯০৯- জুলিয়াস জে. এপস্টাইন, মার্কিন চিত্রনাট্যকার ও প্রযোজক।
১৯১৫- শম্ভু মিত্র, নাট্যকার ও পরিচালক।
কলকাতায় তার জন্ম। তিনি ছিলেন একাধারে বাংলা তথা ভারতীয় নাট্যজগতের এক কিংবদন্তি ব্যক্তিত্ব, স্বনামধন্য আবৃত্তিশিল্পী ও চলচ্চিত্র অভিনেতা। ১৯৩৯ সালে বাণিজ্যিক নাট্যমঞ্চে যোগ দেন। ১৯৪৮ সালে মনোরঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে গড়ে তোলেন নাট্যসংস্থা ‘বহুরূপী’। ১৯৪৯ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বহুরূপীর প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুর, সফোক্লিস, হেনরিক ইবসেন, তুলসী লাহিড়ী এবং অন্য বিশিষ্ট নাট্যকারের রচনা তার পরিচালনায় মঞ্চস্থ হয়। ১৯৭৬ সালে নাটক ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাকে ম্যাগসাসে পুরস্কার ও ভারত সরকারের পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। ১৯ মে ১৯৯৭ সালে তিনি পরলোক গমন করেন।
১৯৩৯- ভালেরি হারপার, মার্কিন অভিনেত্রী ও গায়ক।
১৯৫৮- মুকুল চৌধুরী, কবি ও গীতিকার।
মৃত্যু
১৮১৮- ওয়ারেন হেস্টিংস, ভারতের ব্রিটিশ গভর্নর জেনেরেল।
১৯৭৭- সেবাস্টিয়ান কাবট, ইংরেজ বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেতা ও গায়ক।
২০১৩- আন্ড্রেয়া শেরভি, ইতালিয়ান ফুটবল খেলোয়াড়।
২০১৫- আর্থার মরিস, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
আরবি