ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

ফিচার

সমগীতের ‘ধর্ম যার যার’ গানের মিউজিক ভিডিও প্রকাশনা উৎসব

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, সেপ্টেম্বর ১৮, ২০২৫
সমগীতের ‘ধর্ম যার যার’ গানের মিউজিক ভিডিও প্রকাশনা উৎসব

গানের দল সমগীতের মিউজিক ভিডিও ‘ধর্ম যার যার’ (To each her own faith)-এর প্রকাশনা অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকার পান্থপথে অবস্থিত দৃকপাঠ ভবনে আয়োজিত অনুষ্ঠানে গানটির প্রথম প্রদর্শনীর পাশাপাশি থাকবে উপস্থিত শিল্পী ও বিশিষ্টজনদের মতবিনিময় ও গান পরিবেশন।

গানটির প্রথম লাইন—‘ধর্ম যার যার এ দুনিয়া সবার, ধর্ম যার যার এ বাংলা সবার। ’

এই গানের উদ্বোধনে উপস্থিত থাকবেন লেখক ও গবেষক রেহনুমা আহমেদ, কফিল আহমেদ, বিশ্ব সূফি সংস্থার সদস্য হাসান শাহ সুরেশ্বরী দিপু নূরী, সায়ান, অরূপ রাহী, কাজী কৃষ্ণকলি ইসলাম, সহজিয়া ব্যান্ডের রাজু, সোহাগ দেওয়ান, রবি বাউলসহ আরও অনেক বিশিষ্ট সংগীতশিল্পী, সাংবাদিক, সংস্কৃতিকর্মীরা।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।