ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

এক টেবিলে বাঘ-সিংহ-শিয়াল-হরিণ

মাজেদুল নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, মার্চ ১৩, ২০১৩
এক টেবিলে বাঘ-সিংহ-শিয়াল-হরিণ

ঢাকা: রংতুলির আঁচড়ে রিকশাওয়ালার প্রেমিকা। রিকশার সিটে বসে হুডের ফাঁক গলে দিয়ে পেছন ফিরে খোঁজে প্রেমিককে।

আর তারই স্বপ্ন ভেসে উঠেছে ক্যানভাসে। শিল্পী রাবেয়া আহমেদ।

ক্যানভাসে আরও অনেক স্বপ্ন বোনা। শিরিন আক্তার তার ক্যানভাসে রিকশাওয়ালার যে স্বপ্ন বুনেছেন সেখানে চালক ও রিকশা দুটোর ওপরেই ঘোরে পাখা। আবার পলাশ বিশ্বাসের চিত্রকর্মে যে গতি, সে স্বপ্ন দেখতেই পারে যে কোনো তরুণ রিকশাওয়ালা।

পেছন থেকে দেখা রিকশার দু’পাশ দিয়ে পঙ্খীরাজের মতোই দু’টি ডানা। বাহনটিকে নিয়ে উড়ে যেতে চায় রিকশাওয়ালা। রোথেন হাসানের ক্যানভাসে এই স্বপ্নের প্রকাশ।

‘বাংলাদেশের রিকশা শুধুই বাহন নয়, রিকশাশিল্পও’। সেই শিল্পে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোসীমা। Robel-7

বুধবার বিকেলে চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে ‘রিকশা শিল্পকর্ম প্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
সাদোসীমা বলেন, “রিকশা একটি জাপানি শব্দ। জাপানি ‘জিম রিকশা’ শব্দটির মানে মানুষের শক্তিতে চলা রিকশা। সেখান থেকেই ইংরেজিতে সরাসরি রিকশা শব্দটি অন্তর্ভুক্ত হয়। ”

তিনি বলেন, “জাপান ও বাংলাদেশের নাগরিকরা রিকশায় ভ্রমণ উপভোগ করেন। আর এ দেশে রিকশা তো শুধু বাহন নয়, শিল্পও। ”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভী এবং সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) সহায়তায় এ শিল্প প্রদর্শনীর মূল উদ্যোক্তা জাপানের চলচ্চিত্র পরিচালক সিসিলিয়া আমি কিতাজিমা। তিনি বলেন, প্রদর্শনীতে যেমন রিকশার নকশা করা শিল্পীদের শিল্পকর্ম রয়েছে, তেমনি রয়েছে চারুকলা ইনস্টিটিউটের শিল্পীদের শিল্পকর্মও।

শুধু অঙ্কন নয়, রিকশাওয়ালাদের স্বপ্ন বন্দি হয়েছে ক্যামেরাতেও। শীতের ভোরে কুয়াশা ঠেলে যাত্রী নিয়ে যায় রিকশাওয়ালা, দুপুরের রোদে ঘাম গড়িয়ে পড়ে কপাল থেকে, রাতে ফেরে গ্যারেজে আবার অলস সময়ে রিকশার সিটে বসেই ধূমপান, সবকিছুই হয়েছে ফ্রেম বন্দি। একটি স্থিরচিত্রে মাঝবয়সী রিকশাওয়ালার মুখে ভোরের আলোর চিহ্ন স্পষ্ট, টান টান পেশী।

বাংলাদেশে রিকশার অন্যতম বৈশিষ্ট্য পেছন দিকে শিল্পকর্ম থাকা। টিনের এই আয়তাকার ক্যানভাসগুলোর ওপর রিকশাশিল্পী রফিক এঁকেছেন বাঘ-সিংহ-শিয়াল-হরিণের এক টেবিলে বসে বৈঠকের দৃশ্য। চিত্রকর্মটিতে রঙের ব্যবহার হয়েছে চোখে পড়ার মতন। হয়ত জাতীয় আকাঙ্ক্ষার প্রতিধ্বনি এসেছে তার ছবিতে। হয়ত ঠিকই যে, তিনি রাজনৈতিক অঙ্গনের সমঝোতার কথা মাথায় রেখে এটি সৃষ্টি করেননি। Robel-4

রফিকের একটি ক্যানভাসেই ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, স্মৃতিসৌধ, শহীদ মিনার রয়েছে। আবার ছবির সঙ্গে মিল রেখে অন্য একটি ক্যানভাসে তিনি বড় করে লিখেছেন, “সিংহ মামা রিকশা চড়ে বিয়ে করতে যায়। ”

চারুকলার শিল্পীরাও টিনের ক্যানভাসে এঁকেছেন। টবের মধ্যে ফুল, হরিণকে বাঘের আক্রমণ, পঙ্খীরাজ ঘোড়া, নানান ধরনের পাখি ইত্যাদি।

সিসিলিয়া আমি কিতাজিমা বলেন, “ঢাকা রিকশাউৎসব উপলক্ষে আগামী ১৫ মার্চ সকাল ৮টায় মানিক মিয়া এভিনিউতে ‘রিকশা রেস’-এর আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রিকশাওয়ালারা মানিক মিয়া এভিনিউ থেকে পুরান ঢাকা গিয়ে আবার মানিক মিয়া এভিনিউয়ে ফিরে আসবেন। ”
 
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা; মার্চ ১৩, ২০১৩
এমএন/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর/আরআর/জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।