ঢাকা: রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে রোববার হয়ে গেল ইন্ট্রা ইউনিভার্সিটি অ্যাড এবং শর্ট ফিল্ম প্রতিযোগিতা ‘মিরর’। এ আয়োজনে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ব্র্যাক ইউনিভার্সিটি ফিল্ম ক্লাবের উদ্যোগে ১ মাসব্যাপী এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের নিজেদের তৈরি বিজ্ঞাপন এবং শর্ট ফিল্ম স্থান পায়।
রোববার ব্র্যাক ইউনিভার্সিটির অডিটোরিয়ামে সেরাদের নাম ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান, ২২টি শর্ট ফিল্ম এবং ৫টি বিজ্ঞাপন জমা পড়ে। এদের মধ্য থেকেই সেরা নির্বাচন করার জন্য বিচারকদের কাছে শর্ট ফিল্ম ও বিজ্ঞাপন পাঠানো হয়।
এ অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন সাম্প্রতিক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি এবং বিশিষ্ট বিজ্ঞাপন নির্মাতা পিপলু খান। বিচারক ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম।
তিনি বক্তব্যে বলেন, “এক সময় বাংলাদেশে চলচ্চিত্র নিয়ে কাজ করবে এমন ছেলেমেয়েই পাওয়া যেত না। কিন্তু আজ তরুণরা দেশের চলচ্চিত্র নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে উঠছে। এটা আমাদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। এভাবেই একদিন বাংলাদেশের চলচ্চিত্র পূর্ণতা পাবে। ”
প্রতিযোগিতায় বিজ্ঞাপনে সেরা হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী সাকিব খান। এছাড়াও শর্ট ফিল্মের বিভিন্ন বিভাগেও সেরা নির্বাচন করা হয়।
সেরা তিন বিভাগে পুরস্কার পেয়েছে ‘দ্যা এগ্রিমেন্ট’।
এর মধ্যে সেরা ছবির পুরস্কার জিতে নেয় ‘দ্যা এগ্রিমেন্ট’। এছাড়াও সেরা পরিচালক ও সেরা সিনেমাটোগ্রাফার ও সেরা অভিনেতার পুরস্কারও এ ছবির। সেরা সিনেমাটোগ্রাফার হিসেবে জি নাইম চৌধুরী এবং সেরা অভিনেতা হিসেবে তাহরীম এশরাক পুরস্কার পান।
অন্যদিকে ‘নিরালোকের গল্প’ ছবির জন্য সেরা স্ক্রিপ্ট রাইটার নির্বাচিত হয়েছেন আবু নাঈম সুধা।
‘দ্যা এগ্রিমেন্ট’র পরিচালক ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী এশরাক বলেন, “এমন আয়োজন আমাকে অন্য একটি অনুভূতি এনে দিল। জীবনে কিছু করার নতুন অনুপ্রেরণা জোগাল। আমি এগিয়ে যেতে চাই। ”
এমন আয়োজন সম্পর্কে আয়োজকরা বাংলানিউজকে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করার জন্য বিশেষ ধন্যবাদ জানান।
তারা বলেন, “এবারই প্রথম ব্র্যাক ইউনিভার্সিটি ফিল্ম ক্লাব এ ধরনের আয়োজন করলো। ভবিষ্যতে দেশব্যাপী এধরনের আয়োজন করার ইচ্ছে আছে। ”
বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর