ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

বাড়ি হবে প্রযুক্তিনির্ভর!

মো: মেহেদী হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৬, এপ্রিল ১৩, ২০১৩
বাড়ি হবে প্রযুক্তিনির্ভর!

বর্তমান সময়ে বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী ক্ষমতায় মুগ্ধ হচ্ছেন সবাই। তাদের দৃঢ় প্রচেষ্টা ও অধ্যাবসায় উদ্ভাবনী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন অনেকেই।



সম্প্রতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তিন বন্ধু মিলে তৈরি করেছেন স্মার্ট হোম অ্যান্ড অটোনোমাস ভেহিক্যাল পার্কিং সিস্টেম।

তিন বন্ধু হলেন- তৌফিকুল হাসান সম্রাট, হাসানুল বান্না ও শাফায়েত হক। এটি হলো মাইক্রোকন্ট্রোলার নিয়ন্ত্রিত বাড়ি ও গাড়ি পার্কিং নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ ব্যবস্থা ।

আধুনিক সময়ে প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার জন্য এতে রয়েছে কম্পিউটার সফটওয়ার নিয়ন্ত্রিত ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে ঘরের প্রতিটি সুইচ রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও বাসার প্রধান ফটকে আছে পাসওয়ার্ডের ব্যবস্থা। এছাড়াও কতজন মানুষ বাইরে দাঁড়িয়ে সে খবরও চলে আসবে কম্পিউটারে।

এ প্রকল্পের অন্যতম সদস্য তৌফিকুল হাসান সম্রাট বলেন, “আধুনিক সময়ে বাড়ি হবে প্রযুক্তিনির্ভর। সে দিক বিবেচনা করেই আমরা কাজ করেছি। এ প্রকল্পের অন্যতম দিক হলো, ঘরে প্রবেশের জন্য কোনো সুইচ বা তালার প্রয়োজন নেই। শুধু দরজার সামনে দাঁড়ালেই হবে। আপনা আপনিই তখন দরজা খুলে যাবে। ”

অন্যদিকে, শাফায়েত হক বাংলানিউজকে বলেন, “বৃষ্টি শুরু হলে জানালা আপনার বন্ধ করার প্রয়োজন নেই। বৃষ্টি শুরু হলেই স্বয়ংক্রিয়ভাবে ঘরের সব জানালা বন্ধ হয়ে যাওয়ারও ব্যবস্থা আছে। ”

এছাড়াও ফায়ার অ্যালার্ম ছাড়াও বিশাল গ্যারেজে কোনো জায়গায় একটি গাড়ি সঠিকভাবে অবস্থান করতে পারে। কতটি গাড়ি গ্যারেজে আছে, কোন গাড়ি কোন স্থানে রয়েছে যাবতীয় তথ্য পাওয়া যাবে এই ইলেক্ট্রনিক্স মডেলের আওতায়। ”

হাসানুল বান্না তাদের প্রকল্প সম্পর্কে বলতে গিয়ে বলেন, “বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরও প্রযুক্তি নির্ভর হতে হবে। এর জন্য প্রয়োজন্য গবেষণার সঠিক সুযোগ এবং বড় প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা। তবেই আমাদের গবেষণা সার্থক হবে। ”

প্রসঙ্গত, ৪ এপ্রিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইলেকট্রনিক্স ক্লাব আয়োজিত জাতীয় ইলেকট্রনিক্স প্রকল্প প্রতিযোগিতায় এ উদ্ভাবনটি প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশের ১৩টি বিশ্ববিদ্যালয় থেকে ২৫টি প্রকল্প এ প্রতিযোগিতায় অংশ নেয়। যার মধ্যে আধুনিক বাড়ির এ আইডিয়াটি সবার নজরে আসে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৩
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।