ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

সত্যজিতের জন্মদিনে গুগলের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, মে ২, ২০১৩
সত্যজিতের জন্মদিনে গুগলের শ্রদ্ধা

ঢাকা: কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ৯২তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার। দিনটিতে সত্যজিৎ রায়ের লাখো-কোটি ভক্তের সঙ্গে শ্রদ্ধা জানাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

সত্যজি‍ৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র পথের পাঁচালির একটি দৃশ্য গুগল তার ডুডলে প্রদর্শন করে এই মহামানবের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

ডুডলে ছবিটির একটি বিখ্যাত দৃশ্যে দেখা যায়, সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অপু তার বোন দুর্গাকে সঙ্গে নিয়ে ট্রেন দেখার জন্য কাশবনের মধ্যে দিয়ে দৌড়ে যাচ্ছে।

বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ছবিটি কান চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট হিউম্যান ডকুমেন্ট’সহ নানা আন্তর্জাতিক পুরষ্কারে ভূষিত হয়।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ডকুমেন্টারিসহ প্রায় ৩৬টি সিনেমা পরিচালনা করেন সত্যজিৎ রায়। তাঁকে বাঙলা চলচ্চিত্রের সর্বকালের শ্রেষ্ট চলচ্চিত্রকার বলা হয়।

সত্যজিৎ রায়ের দাদা ছিলেন উপেন্দ্রকিশোর রায় চৌধুরী। তিনি ব্রাহ্ম সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। আর সত্যজিৎ রায়ের বাবা ছিলেন আরেক বিখ্যাত বাঙালি ছড়াকার ও রম্যলেখক সুকুমার রায়।

চলচ্চিত্র ছাড়া লেখালেখিতেও মুন্সিয়ানা ছিল সত্যজিৎ রায়ের। ফেলুদা এবং শঙ্কু সিরিজের মতো জনপ্রিয় বইয়ের লেখক তিনি।

ফ্রান্স চলচ্চিত্রকার জাঁ রেনোয়ার শিল্পকর্মে অনুপ্রাণিত হয়ে সত্যজিৎ রায় অপুর সংসার, দেবী, চারুলতা, কাঞ্চনজংঘা, সতরঞ্জ কা খিলাড়ির মতো কালজয়ী ছবি নির্মাণ করে গেছেন।

বিশ্ব চলচ্চিত্রে অবদান রাখার জন্য ১৯৯২ সালে অস্কার পুরস্কারর লাভ করেন বাঙালি চলচ্চিত্রের এই দিকপাল।

১৯৯২ সালের ২৩ এপ্রিল সত্তর বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন চলচ্চিত্রের এই মহামানব।

বাংলাদশ সময়: ১৪১০ ঘণ্টা, ২ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।