বান্দরবান থেকে ফিরে: নাম তার উ লা চিং। বয়স ৮৩ বছর।
বসবাস করেন বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের ছোটমোদক পাড়ায়। নিজের ছোট্ট ঘরে পরিবার নিয়ে থাকেন তিনি। বাড়ির সামনে সামান্য সমতল জায়গা। সেখানে লাগিয়েছেন আম, কমলার ছোট চারা। তাই বেড়া বাঁধার কাজটাও করছেন নিজেই।
এতো বয়সে এই কাজ কীভাবে করছেন জিজ্ঞেস করতেই পাশে থাকা তার স্কুল পড়ুয়া নাতনি যে উত্তরটা অনুবাদ করে দিলেন সেটি হচ্ছে, “বয়স ৮৩ বছর হলেও আমি নিজের কাজ নিজে করতে ভালোবাসি। ”
যদি যেতে চান বান্দরবান: ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে শ্যামলী, হানিফ, ঈগল, সৌদিয়াসহ বেশ কয়েকটি পরিবহনের গাড়ি সকাল ৭টা- ৯টা এবং রাত ১০টা-১২টার মধ্যে কলাবাগান, ফকিরাপুল, সায়েদাবাদ থেকে ছেড়ে যায়। ভাড়া জনপ্রতি ৬২০ টাকা। সময় লাগবে ৭ থেকে ৯ ঘণ্টা। বান্দরবান থেকে থানচি পর্যন্ত গাড়ি ভাড়া জনপ্রতি ২০০ টাকা। সময় লাগবে সাড়ে চার ঘণ্টা।
থানচি থেকে তিন্দু, রেমাক্রি, নাফাকূম, ছোটমোদক, বড় মোদক পর্যন্ত টানা নৌকা ভাড়া পড়বে দুই থেকে নয় হাজার টাকা। সময় লাগবে ৪ থেকে ১০ ঘণ্টা। আর ইঞ্জিন নৌকায় ভাড়া পড়বে ৪ থেকে ১২ হাজার টাকা। সময় লাগবে ২ থেকে ৭ ঘণ্টা। তবে মৌসুম ভেদে নৌকা ভাড়া বাড়ে ও কমে। এছাড়া প্রতিদিন পাঁচশ’ টাকা চুক্তিতে অবশ্যই নিতে হবে একজন গাইড।
বান্দরবানে থাকার পর্যাপ্ত হোটেল রয়েছে। এসব হোটেলে ২০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত রুম ভাড়া পাওয়া যাবে। এছাড়া কটেজ ভাড়া নিয়েও থাকতে পারেন। খাবারেরও সমস্যা নেই। থানচি বাজারের পর যেখানেই যাবেন আপনাকে কারবারি বা কারও বাড়িতে থাকতে ও খেতে হবে। সেক্ষেত্রে আপনাকে সব সহযোগিতা করবে গাইড।
বান্দরবানের বৈচিত্র্যময় নানা বিষয়ে জানতে নিচের লিংকগুলি দেখুন
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ১০, ২০১৩