ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

মাচাংবন্দি পাহাড়ি শৈশব

আসিফ আজিজ ও মীর সানজিদা আলম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, মে ১১, ২০১৩
মাচাংবন্দি পাহাড়ি শৈশব

বান্দরবান থেকে ফিরে: ফুট ১২ উঁচু ঘর। লাগোয়া ঝুল বারান্দার আয়তন ১০ ফুট বাই ৮ ফুট।

এর নিচে খাঁজে খাঁজে বিস্তৃত পাহাড়, অনেক নিচে উপত্যকা, নদী, কোথাওবা সবুজ সমতল।  

bandarbanবাঁশ-কাঠের এমন ঘরকে ‘মাচাং’ বলে পাহাড়িরা। শৈশরের প্রায় পুরোটাই এখানে কাটে পাহাড়ি শিশুর।

পাহাড়ের এবড়োথেবড়ো পিঠে হাঁটাচলার সুযোগ কম ছোট্ট শিশুর। কখনো সখনো মা-বাবার পিঠে সওয়ার হয়ে পাহাড় বেড়ানোর সুযোগ হয়তো হয়, কিন্তু এই মাচাং ঘরই যেন স্থায়ী আবাস তার।

bandarbanএই মাচাংয়ের বারান্দায় বেড়ার ফাঁক গলে আসা আলো-হাওয়া-কুয়াশা মেখে বেড়ে উঠতে থাকে পাহাড়ি শিশু। বেড়ার ফাঁকে চোখ রেখে অপার বিস্ময়ে দেখে সূর্যোদয়-সূর্যাস্ত, আকাশে মেঘের খেলা, পাহাড়ের প্রকৃতি। বুঝতে শেখে জীবনের রহস্য।  

মাচাংয়ের ছবিগুলো বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের আদাপাড়া থেকে তোলা।

যদি যেতে চান বান্দরবান: ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে শ্যামলী, হানিফ, ঈগল, সৌদিয়াসহ বেশ কয়েকটি পরিবহনের গাড়ি সকাল ৭টা- ৯টা এবং রাত ১০টা-১২টার মধ্যে কলাবাগান, ফকিরাপুল, সায়েদাবাদ থেকে ছেড়ে যায়। ভাড়া জনপ্রতি ৬২০ টাকা। সময় লাগবে ৭ থেকে ৯ ঘণ্টা। বান্দরবান থেকে থানচি পর্যন্ত গাড়ি ভাড়া জনপ্রতি ২০০ টাকা। সময় লাগবে সাড়ে চার ঘণ্টা।

থানচি থেকে তিন্দু, রেমাক্রি, নাফাকূম, ছোটমোদক, বড় মোদক পর্যন্ত টানা নৌকা ভাড়া পড়বে দুই থেকে নয় হাজার টাকা। সময় লাগবে ৪ থেকে ১০ ঘণ্টা। আর ইঞ্জিন নৌকায় ভাড়া পড়বে ৪ থেকে ১২ হাজার টাকা। সময় লাগবে ২ থেকে ৭ ঘণ্টা। তবে মৌসুম ভেদে নৌকা ভাড়া বাড়ে ও কমে। এছাড়া প্রতিদিন পাঁচশ’ টাকা চুক্তিতে অবশ্যই নিতে হবে একজন গাইড।

বান্দরবানে থাকার পর্যাপ্ত হোটেল রয়েছে। এসব হোটেলে ২০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত রুম ভাড়া পাওয়া যাবে। এছাড়া কটেজ ভাড়া নিয়েও থাকতে পারেন।   খাবারেরও সমস্যা নেই। থানচি বাজারের পর যেখানেই যাবেন আপনাকে কারবারি বা কারও বাড়িতে থাকতে ও খেতে হবে। সেক্ষেত্রে আপনাকে সব সহযোগিতা করবে গাইড।

বান্দরবানের বৈচিত্র্যময় নানা বিষয়ে জানতে নিচের লিংকগুলি দেখুন

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মে ১১, ২০১৩
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।