রাজনীতি নিয়ে প্রযুক্তি উদ্ভাবকদের বক্তৃতা খুব কমই শোনা যায়। উদ্ভাবকেরা রাজনীতির খেলা নিয়ে কিছু ভাবার অবকাশও তেমন একটা পান না।
বিশ্বব্যাপী নানামুখী সেবা দিয়ে জয় করতে চান মানুষের মন। তবে এবার হুট করেই গত সপ্তাহের অনুষ্ঠিত সম্মেলনে গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ গুগলকেই রাজনৈতিক দল হিসেবে মন্তব্য করে বসলেন। এ বক্তৃতার অংশ বিশেষ বাংলানিউজের পাঠকদের জন্য সংক্ষেপে দেওয়া হলো।
যেখানে সরকার কিছু করতে পারে না। সেখানে গুগল সব কিছুই করতে পারে। যেখানে সরকার কোনো লক্ষ্য নির্ধারণ করে দিতে পারেন না, সেখানে গুগল প্রশ্ন করবে, কোন লক্ষ্যে পৌছাতে চান? জেনে নিন। সময় হবে তো?
সরকার কখনও আপনাদের সুখী করতে পারেনি। কিন্তু গুগল পেরেছে। প্রযুক্তি সবসময় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিরলস কাজ করে যাচ্ছে। অক্লান্ত পরিশ্রমী অসংখ্য উদ্ভাবকেরা জীবনের সুখ খুঁজে দেওয়ার চেষ্টা করছেন প্রযুক্তিসেবার মধ্য দিয়ে।
উদাহরণ হিসেবে গুগলিং করার কথা বলা যায়। যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রয়োজনীয় সব কিছুই গুগল দেয়। স্বাস্থ্যসেবা, গাড়ি চালানোর পদ্ধতি ছাড়াও জীবনের সব প্রশ্নের উত্তর বা সমাধান নিয়ে গুগল আগ্রহীদের অপেক্ষায় থাকেন সব সময়।
গুগল একটি গাড়ি তৈরি করছে। আমি আশাবাদী এ গাড়ি বদলে দেবে সব ধারণাকে। দুর্ঘটনার সংখ্যাও কমে আসবে। মানুষ তার স্বাধীনতার পথ খুঁজে পাবে। এগুলো রাজনৈতিক দলের আশাবাদী বক্তৃতার মতো মনে হতে পারে। কিন্তু আমি কোনো নির্বাচন করব না। সুতরাং মিথ্যা স্বপ্ন দেখিয়ে কোনো লাভ নেই।
মানব সভ্যতাকে অন্যরকম একটি জগৎ উপহার দিতে চায় গুগল। গুগল সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করে যাচ্ছে। আমি বিশ্বাস করি একদিন এ বিশ্ব বদলাবে। নতুন একটি রূপ নেবে এ বিশ্ব। রাজনৈতিক দলগুলো পরীক্ষাগার তৈরির কথা বলে। কিন্তু গুগল বিশ্বব্যাপী সার্চের মাধ্যমে কোটি কোটি গবেষকের হাতিয়ার হয়ে উঠছে। এ যেন গুগলের তৈরি সরকার।
তবে গুগল সরকার দুই দলীয় সিস্টেমে বিশ্বাস করে না। কারণ এ পদ্ধতির সরকার কথা বেশি বলে। কাজ কম করে। গুগল বিশ্বাস করে, চারপাশের অসংখ্য সমস্যা গুগলপ্রেমীরা বা ব্যবহারকারীরা যৌথউদ্যোগে সমাধান করে দেবে।
গুগল প্রতিযোগিতায় বিশ্বাস করে না। প্রতিযোগিতা মানুষকে হীনমন্য করে ফেলে। যেমনটা সরকারের ভেতর হয়। গুগল এভাবে মরতে চায় না। গুগল চায় সবাই প্রতিযোগিতার মাঠে নিজ নিজ য্যেগ্যতায় টিকে থাকুক। পৃথিবীর কোনো সরকার কি আছে যার কাছে গেলে চাকরির খবর কেউ পাবে? জীবন কি বদলে দিতে পারবে কোনো সরকার?
কিন্তু গুগলের একটি সার্চ অপশন বিশ্বব্যাপী সব চাকরির খবরের সংবাদ পৌঁছে দেবে মুহূর্তেই। যদি গুগল সব কিছুর খবর রাখে এবং জানাতে পারে। তাহলে কেন আপনাদের জীবন গুগল বদলে দিতে পারবে না, বলুন এটি তো সাধারণ প্রশ্ন। আর এ সবের সঠিক উত্তর কিন্তু আপনাদের কাছেই আছে...
অনুবাদ: শেরিফ সায়ার
বাংলাদেশ সময় ১৭১৯ ঘণ্টা, মে ২১, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর