ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

জয়নুল গ্যালারিতে টিআইবি’র দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, ডিসেম্বর ৯, ২০১০
জয়নুল গ্যালারিতে টিআইবি’র দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী দুর্নীতিবিরোধী ৫ম কার্টুন প্রদর্শনীর আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।



অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বক্তব্য রাখেন টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান, চিত্রশিল্পী আহসান হাবিব।

অনুষ্ঠানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে টিআইবি আয়োজিত কার্টুন প্রতিযোগিতায় দুইটি গ্রুপ থেকে ৩ জন করে প্রতিযোগীকে বিশেষভাবে পুরস্কৃত ও সনদ প্রদান করা হয়। প্রদর্শনীতে স্থান পেয়েছে মোট ৫৮টি কার্টুনচিত্র।

প্রদর্শনী চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। শেষ হবে ১৬ ডিসেম্বর।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।