ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

ইওডাতে ন্যানো মেডিসিন বিষয়ক সেমিনার

স্বপ্নযাত্রা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, জুন ২, ২০১৩
ইওডাতে  ন্যানো মেডিসিন বিষয়ক সেমিনার

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইওডা) উদ্যোগে আয়োজিত হয়ে গেল ন্যানো মেডিসিন বিষয় সেমিনার। বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিকের ইঞ্জিনিয়ারিং এবং মলিকুলার মেডিসিন অ্যান্ড বায়োইনফরমেটিক্স অনুষদের সমন্বয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



ইওডার ক্যাম্পাসে ১ জুন আয়োজিত এ সেমিনারে প্রধান বক্তা ছিলেন ডঃ মোহাম্মাদ আরিফুল ইসলাম। তিনি বর্তমানে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে পোস্ট-ডক্টরেট করছেন এবং একই বিশ্ববিদ্যালয় হতে ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন। বর্তমানে সেখানে ন্যানোমেডিসিনের উপর গবেষণা করেছেন।  

সেমিনারে ডঃ আরিফ তার গবেষণার চমকপ্রদ সব তথ্য তুলে ধরেন। তিনি ন্যানোমেডিসিনে প্রয়োগের মাধ্যমে কি করে রোগের নিরমূল করা সম্ভব সে বিষয়ে  আলোচনা করেন।

গবেষণায় দেখা যায়, বিজ্ঞানীরা যেসব ওষধ ব্যবহার করেন, সেগুলোর যথাযত ফলাফল পেতে অনেক সমস্যা হচ্ছে কারণ প্রচলিত মেডিসিনে অনেক ধরনের  পার্শপ্রতিক্রিয়া দেখা দেয়।

তার সঙ্গে অনেক ধীরে কাজ করে আবার অনেক ক্ষেত্রে অকার্যকর হয়ে পড়ে। এজন্যে তিনি কিছু নতুন চিন্তা ভাবনা শুরু করেছেন।

যেমন কিটুসান, পলিসরবিটল, এলজিনেট, এউরালজিট ইত্যাদি ব্যবহারের কারনে ওষধ পাকস্থলি হতে সহজে রক্তে চলে আসতে পারছে এবং দেহের মধ্যে কাজ করতে পারছে অনেক দ্রুত। তিনি জিন থেরাপির মাধ্যমে মানুষের বংশগত রোগ নিরাময়য়ের পদ্ধতিগুলো তুলে ধরেন।

ইওডা আয়োজিত এ সেমিনারের উদ্বোধন করেন সম্মানিত উপাচার্য অধ্যাপক ডঃ এমাজউদ্দিন আহমেদ। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডঃ মোহাম্মেদ রহমাতুল্লাহ, বিভাগীদ্বয়ের প্রধান অধ্যাপক ডঃ রওনক জাহান।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ২, ২০১৩
সম্পাদনা: শেরিফ সায়ার, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।