ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন ১১ ডিসেম্বর, শনিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৮, ডিসেম্বর ১১, ২০১০
ইতিহাসে এই দিন ১১ ডিসেম্বর, শনিবার

ঘটনা
১৬৮৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম মাদ্রাজে পৌরসভা প্রতিষ্ঠার সনদ তৈরির অনুমোদন দেয়।
১৮২৩ সালে ইংরেজি শিক্ষাপ্রসারের উদ্দেশ্যে রামমোহন রায় নিজ ব্যয়ে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন।


১৮৯৪ সারে পারিতে প্রথম মটর প্রদর্শনী শুরু।
১৯৩০ সালে ইতালি জাতিসংঘ পরিত্যাগ করে।
১৯৪১ সালে জার্মানি ও ইতালি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৬ সালে ইউনিসেফ প্রতিষ্ঠা হয়।


ব্যক্তি
১৮১০ সালে ফরাসি নাট্যকার ও কবি আলফ্রেদ দ্য ম্যুসসের জন্ম।
১৯১১ সালে নোবেলজয়ী [১৯৮৮] মিশরীয় ঔপন্যাসিক নাগিব মাহফুজের জন্ম।
১৯১৮ সালে নোবেলজয়ী [১৯৭০] রুশ লেখক আলেকজান্দার সোলঝেৎসিনের জন্ম।
১৯২৪ সালে কথাসাহিত্যিক সমরেশ বসুর [কালকুট] জন্ম।


বাংলাদেশ স্থানীয় সময় ০০১৫, ডিসেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।