সম্প্রতি নুরুন্নবী চৌধুরী হাছিব যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক সংগঠন ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্কের (ওকেএফএন) বাংলাদেশ অ্যাম্বাসেডর হিসাবে নির্বাচিত হয়েছেন।
অলাভজনক সংস্থা হিসেবে ওকেএফএন (www.okfn.org) ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়।
হাছিব ২০০৮ সাল থেকে বাংলা উইকিপিডিয়ার সঙ্গে জড়িত এবং সম্পৃক্ত আছেন। বাংলা উইকিপিডিয়া ছাড়াও উইকিমিডিয়া কমনসসহ উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তথ্যপ্রযুক্তি বিষয়ক লেখালেখি ছাড়াও নানা ধরনের স্বেচ্ছাসেবী কাজের সঙ্গে যুক্ত নুরুন্নবী চৌধুরী হাছিব ।
বাংলা উইকিপিডিয়ায় অবদান
হাছিব বাংলা উইকিপিডিয়ার (http://bn.wiipedia.org) বিভিন্ন বিষয়ভিত্তিক নিবন্ধের মান উন্নয়ন ছাড়াও নতুন নিবন্ধ তৈরি করে থাকেন। সম্প্রতি তিনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সামরিক বাহিনী, বাংলাদেশের মুক্তিযোদ্ধা ইত্যাদি বিষয়সংশ্লিষ্ট নিবন্ধ ইত্যাদি আনুষঙ্গিক পাতাগুলো তৈরি এবং মান উন্নয়নের কাজ করেছেন।
পাশাপাশি উইকিপিডিয়ার ধ্বংশপ্রবনতা রোধেরও সক্রিয় কর্মী। নিয়মিতভাবে নানা ধরনের নতুন নিবন্ধ তৈরি ছাড়াও বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় তিনি নিরীক্ষক, স্বয়ংক্রিয় পরীক্ষক ও রোলব্যাকার অধিকার প্রাপ্ত। বাংলা উইকিপিডিয়ায় বর্তমানে তিনি ৭ হাজারের বেশি সম্পাদনা করেছেন। বিস্তারিত জানা যাবে http://bn.wikipedia.org/wiki/user:Nhasive ।
উইকিমিডিয়া কমন্স
ইন্টারনেটে মুক্ত ছবির ভান্ডার উইকিমিডিয়া কমন্সেও (http://commons.wikimedia.org) নুরুন্নবী চৌধুরী হাছিবের রয়েছে অবদান। উইকিপিডিয়ার বিভিন্ন নিবন্ধের সাথে সংশ্লিষ্ট এবং বিভিন্ন বিষয়ভিত্তিক ছবি নিয়মিতভাবে আপলোড করছেন তিনি।
মুক্ত সফটওয়্যার কার্যক্রম
বাংলাদেশে মুক্ত সফটওয়্যার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক
(বিডিওএসএন)। বিডিওএসএনের কোষাধ্যক্ষ ও জনসংযোগ সমন্বয়ক হিসেবে কাজ করছেন হাছিব। ২০০৭ সাল থেকে বিডিওএসএনের নানা কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন তিনি।
বিডিওএসএনের নানা কার্যক্রমের অংশ হিসেবে তিনি একাধিক কর্মশালাও পরিচালনা করেছেন। এছাড়া ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন আয়োজনের নেতৃত্ব দিয়েছেন।
গণিত অলিম্পিয়াড
বাংলাদেশে শিক্ষার্থীদের মাঝে গণিত ভীতি দূর করতে নিয়মিত অনুষ্ঠিত হয় গণিত অলিম্পিয়াড। প্রাক বিশ্ববিদ্যালয় পর্যায়ের এ আয়োজনে সারা দেশের শিক্ষার্থীরা অংশ নেয়।
সেরা শিক্ষার্থীরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যোগ দিয়ে পেয়েছে পদক। গণিত অলিম্পিয়াডেও ২০০৭ সাল থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন হাছিব।
অন্যান্য কার্যক্রম
অনলাইনে উইকিপিডিয়ায় অবদান রাখার পাশাপাশি হাছিব উইকিপিডিয়া সম্পর্কিত অফলাইন কার্যক্রমেও বেশ সক্রিয়। তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উইকিপিডিয়ার উপর একাধিক কর্মশালা পরিচালনা এবং আয়োজনের সাথে যুক্ত ছিলেন।
প্রতিবছর পহেলা বৈশাখ এবং একুশে ফেব্রুয়ারির দিন বাংলা উইকিপিডিয়াকে আরও জনপ্রিয় করার লক্ষে বিডিওএসএনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের আয়োজকদের অন্যতম ছিলেন।
এছাড়া চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম বাংলা উইকিপিডিয়া আনকনফারেন্সের আয়োজক হিসাবে কাজ করেছি তিনি।
মুক্ত সফটওয়্যার এবং বাংলা উইকিপিডিয়া নিয়ে হাছিবের দুইটি বই প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে ‘নানা কাজের মুক্ত সফটওয়্যার’ এবং অন্যটি হচ্ছে ‘বাংলা উইকিপিডিয়া কী এবং কেন’।
ভবিষ্যৎ পরিকল্পনা
ওকেএফএনের বাংলাদেশ অ্যাম্বাসেডরের দায়িত্ব পাওয়ার পর নুরুন্নবী চৌধুরী হাছিব জানান, ‘ওপেন নলেজ ফাউন্ডেশন সারাবিশ্বেই মুক্ত তথ্যের পাশাপাশি নানা ধরনের ওপেন সোর্স ভিত্তিক প্রকল্প নিয়ে কাজ করে। মূলত সারাবিশ্বের মুক্ত সফটওয়্যারের নানা বিষয়গুলোকে ছড়িয়ে দিতেই বিশ্বের বিভিন্ন দেশে ওকেএফএন নিজেদের প্রতিনিধি নির্বাচিত করে’।
ওকেএফএনের নানা কার্যক্রম বর্তমানে বাংলাদেশেও চালু হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ওপেন সোর্সের নানা কার্যক্রম এবং এর সুবিধাগুলোকে সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করতে চাই। এ কাজে যুক্ত হতে আগ্রহী যে কেউ ওকেএফএন বাংলাদেশের ই-মেইল গ্রুপে (http://lists.okfn.org/mailman/listinfo/okfn-bd) যোগ দিতে পারবেন’।
ওকেএফএন বাংলাদেশের নানা তথ্য পাওয়া যাবে http://bd.okfn.org ঠিকানায়। এছাড়া নানা খবর পাওয়া যাবে ওকেএফএন বাংলাদেশের ফেসবুক পেইজ (http://fb.com/OKFnBD) এবং টুইটারে (http://twitter.com/ OKFnBD) ।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ১৩, ২০১৩
সম্পাদনা: শেরিফ সায়ার, বিভাগীয় সম্পাদক