ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং মলিকুলার মেডিসিন অ্যান্ড বায়ো-ইনফরমেটিক্স বিভাগের যৌথ উদ্যোগে ৪ জুলাই দুদিনব্যাপী বায়ো-ইনফরমেটিক্স বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।
বিভাগদ্বয়ের শিক্ষার্থীদের এবং একই সঙ্গে দেশের অন্যান্য শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং গবেষকদের বায়ো-ইনফরমেটিক্সে দক্ষতা বৃদ্ধিই এই কর্মশালার মূল উদ্দেশ্য।
এই ধরনের আয়োজন ও উদ্যোগকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এমিরিটাস ড. এমাজউদ্দিন আহমেদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রহমতুল্লাহ এবং দুই বিভাগের বিভাগের প্রধান অধ্যাপক ড. রওনক জাহান উপস্থিত ছিলেন।
কর্মশালার বিষয়বস্তু ছিল বিভিন্ন প্রোগ্রামিং ও সফটওয়ারের ব্যবহার প্রশিক্ষণার্থীদের হাতে কলমে শেখানো। আধুনিক জীববিজ্ঞানে বায়োইনফরমেটিক্স সবচেয়ে আলোচিত ও দ্রুত অগ্রসরমান একটি বিষয়।
কম্পিউটার সায়েন্স, জীববিজ্ঞান, গণিত ও পরিসংখ্যানের সমন্বয়ে বায়ো-ইনফরমেটিক্সের উদ্ভব হলেও এর প্রসার ঘটেছে সকল বিজ্ঞানবিষয়ক গবেষণায়। বর্তমানে জীববিজ্ঞানের লক্ষ লক্ষ ডাটা সংগ্রহ, সংরক্ষণ ও পর্যালোচনার জন্য একমাত্র মাধ্যম হয়ে উঠেছে এই বিষয়।
এ বিভাগের শিক্ষিকা শারমিন জাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. নুরুল হক মোল্লা বিভিন্ন সেশনে প্রশিক্ষণ দেবেন।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অন্যতম প্রয়োজনীয় সফটওয়ার CLC workbench হাতে কলমে শিখাবেন শারমিন জাহান।
উল্লেখ্য, বায়ো বায়ো ওয়ান দল গত ২০০৮ থেকে বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করছে যাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে এ বিষয়ের প্রসার ও প্রচার বৃদ্ধি করা। স্টাটিস্টিক্স মডেলিং নিয়ে কাজ করে চলছেন ড. মোল্লা, যা তিনি R প্রোগ্রামিং এর মাধ্যমে এই কর্মশালায় প্রশিক্ষণ দিবেন দ্বিতীয় দিন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৩
সম্পাদনা: এসএএস