ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

ডিজে তৈরির গ্যারেজ

স্বপ্নযাত্রা রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, জুলাই ১৬, ২০১৩
ডিজে তৈরির গ্যারেজ

বর্তমান সময়ে ডিস্ক জকি বা ডিজে বেশ জনপ্রিয় একটি শিল্প মাধ্যম। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এর জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে উঠছে।

বিশ্বব্যাপী ডিজে কালচারের জনপ্রিয়তা দেখে এদেশের গুটিকয়েক তরুণ এটিকে বাংলাদেশে পরিচিত করে তোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তাদেরই অন্যতম ডিজে রাহাত।

ডিজে তৈরি করার লক্ষ্যে তিনি গড়ে তুলেছেন ‘গ্যারেজ’ নামে একটি প্রতিষ্ঠান। ডিজে রাহাত নিজেও বাংলাদেশের জনপ্রিয় একজন ডিজে শিল্পী। নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একটি নির্দিষ্ট কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যেই এই গ্যারেজ তৈরি করেছেন।

ডিজেদের মূল কাজ হলো অনেকগুলো গানকে মিক্স করা। এ কাজটি করতেই প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। তা না হলে গানের স্বকীয়তা নষ্ট হয়ে যায় বলেও অনেকে মনে করেন। ডিজে হতে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে। সবকিছুর মতো ডিস্ক জকিও একটি শেখার বিষয়।

ডিজে রাহাতের এ সম্পর্কে বাংলানিউজকে বলেন, ক্রিয়েটিভ এ মাধ্যমে অসংখ্য তরুণ কাজ করতে চায়। তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে গড়ে তোলার জন্যই এ গ্যারেজ শুরু করা হয়েছে।

এখন পর্যন্ত বনানী এবং ধানমন্ডিতে গ্যারেজের দুটি শাখা শুরু হয়েছে। ২০০৭ সাল থেকে তরুণদের ডিস্ক জকির প্রশিক্ষণের কাজ করছে ডিজে গ্যারেজ। প্রথম ব্যাচে মাত্র ১০ জন শিক্ষার্থী দিয়ে যাত্রা শুরু করেছিল গ্যারেজ। এ বছর গ্যারেজে শিক্ষার্থী সংখ্যা ১৬৩ জন্। সম্প্রতি গ্যারেজ তাদের ছয় বছর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন।

বিভিন্ন কোর্সের বিষয়ে জানতে চাইলে গ্যারেজের প্রতিষ্ঠাতা ডিজে রাহাত বলেন, বেসিক কোর্স ৩ মাসের। যার জন্য ১৫ হাজার টাকা ফি ধরা হয়েছে। এছাড়াও ২ মাসের অ্যাডভান্স কোর্স রয়েছে। এরজন্য ৮ হাজার টাকা ফি দিতে হবে।

এ ধরণের কোর্স করে ডিজে’কে ক্যারিয়ার হিসেবে নেওয়া সম্ভব কিনা। এমন প্রশ্নের উত্তরে রাহাত বলেন, বাংলাদেশে বর্তমান সময়ে গায়ে হলুদ অনুষ্ঠানেও ডিজে ডাকা হয়। আগে যেখানে গায়ক-গায়িকা নিয়ে যাওয়া হতো। এখন সে জায়গাটা নিয়ে গেছে ডিজে শিল্পীরা। সুতরাং ক্যারিয়ার হিসেবে অবশ্যই ডিজেকে বেছে নেওয়া সম্ভব।

ভবিষ্যতে এই গ্যারেজ নিয়ে অনেক স্বপ্ন দেখেন রাহাত। তিনি বাংলানিউজকে বলেন, আমাদের দেশে ডিস্ক জকি জনপ্রিয় হয়ে উঠছে। অনেক প্রতিভাবান তরুণ এখন আন্তর্জাতিক মানের ডিজে হওয়ারও যোগ্যতা রাখেন। আমরা স্বপ্ন দেখি একদিন বাংলাদেশের ডিজেরা বাংলা গানকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হবে।

গ্যারেজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে http://www.garage-bd.com/ ওয়েবসাইট থেকে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৩
সম্পাদনা: শেরিফ সায়ার, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।