ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

আলিবাবা স্টোরের ‘জ্যাক মা’

স্বপ্নযাত্রা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, আগস্ট ৩১, ২০১৩
আলিবাবা স্টোরের ‘জ্যাক মা’

পণ্য কেনাবেচার জায়গা দখল করে নিচ্ছে ই-কমার্স সাইটগুলো। ঘরে বসেই প্রয়োজনীয় পণ্য পেতে আগ্রহী ক্রেতারা।

এসব বিবেচনা করেই ব্যবসায়ীরা এখন অনলাইনেই ঝুকছে। বর্তমান সময়ে জনপ্রিয় সব ই-কমার্স সাইট দেখা যায়। তার মধ্যে আলিবাবা স্টোর অন্যতম। চীনের অনলাইন উদ্যোক্তা জ্যাক মা প্রথম এ অনলাইন ব্যবসা শুরু করেন।
 
জ্যাকের জীবন খুবই সাদামাটা। পড়াশোনাতেও তেমন মেধাবী ছিলেন না। তবে তিনি লড়ে যেতে জানতেন। চীনে ১৯৬৪ সালের ১০ সেপ্টেম্বর জন্ম নেওয়া জ্যাকে এন্ট্রান্স পরীক্ষায় দুবার ফেল করেন। তবুও তিনি থেমে থাকেননি।

পরে হ্যাংজুও টিচারস ইনিস্টিটিউট থেকে ১৯৮৮ সালে ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই নেতৃত্বের প্রতিভা তার মধ্যে ছিল। পড়াশোনার সময়েই তিনি স্টুডেন্ট চেয়ারম্যান নির্বাচিত হন।
 
স্নাতক শেষ করার পর ব্যবসা করবেন বলেই চিন্তা করেন। তবে আধুনিকমনষ্ক ব্যবসার দিকে মন দেন। জ্যাক তখন যুক্তরাষ্ট্রে থাকা এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। প্রযুক্তি বিষয়ে তার বন্ধু ছিল বেশ জ্ঞান। বন্ধুর সহযোগিতায় কাজ শুরু করেন।
 
তিনি আলীবাবা.কম শুরু করেন ১৯৯৯ সালে। প্রথম চীনের ভেতরই ব্যবসা শুরু করেন। কিন্তু বর্তমান সময়ে ৭৯ মিলিয়ন মানুষ আলিবাবা স্টোরের মাধ্যমে ব্যবসার করছে।

শুধু তাই নয়, ২৪০ টি দেশে এ অনলাইন স্টোরটি দাপটের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে। জ্যাক এ স্টোরের প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন।
 
চুপচাপ স্বভাবের জ্যাক মিডিয়ার আড়ালে থাকতেই বেশ পছন্দ করেন। প্রয়োজন ছাড়া কখনও মিডিয়ার সামনে তিনি আসেন না। তার অর্জনের ঝুলিও কম নয়। আলিবাবা স্টোরটি শুরু করার কয়েকবছরের মধ্যে ২০০১ সালে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে ‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হন।

এছাড়াও ২০০৫ সালে এশিয়া মহাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যবসায়ীদের তালিকায় শীর্ষ ২৫ জনের মধ্যে ছিলেন। এ জরিপটি প্রকাশ করে প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বাস। শুধু তাই নয়, জ্যাক বর্তমান সময়ের শীর্ষ ধনীদের অন্যতম একজন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৩
সম্পাদনা: এসএএস/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।