ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

মগজশূন্য ভ্রুণ

রাবেয়া আশরাফী পিংকি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৯, ডিসেম্বর ২৬, ২০১০
মগজশূন্য ভ্রুণ

চিলির এক নারী মগজশূন্য ভ্রুণ বহন করছেন। কাউদিয়া পিজারো নামের এই নারী নয় এখন মাসের অন্তঃসত্ত্বা।



জরায়ু ক্যান্সারে ভোগা পিজারো তার সন্তানের অবস্থা জানতে পেরে গর্ভপাত করার অনুমতির জন্য আদালতে আপিল করেছেন। এই শিশু কোনওভাবেই জরায়ুর বাইরে বাঁচতে পারবে না এবং  পিজারোরও দ্রুত চিকিৎসা দরকার, এ কারণেই তিনি গর্ভপাতের জন্য আপিল করেছেন।

পিজারো বলেন, ‘আমি তাদের আমার সন্তানকে হত্যা করতে বলছি না। জন্মের সময় এমনিতেই আমার মেয়ে মারা যাবে। আমার জীবন রক্ষার্থে দ্রুত চিকিৎসার প্রয়োজনেই এই আবেদন করছি। ’

উল্লেখ্য, পিজেরোর এগারো বয়সী একটি ছেলে সন্তান আছে।

তিনি আরো জানান, আদালত যদি তার আপিল মঞ্জুর করে তাহলে তার সন্তানের শরীর ‘যে সব শিশুর বেঁচে থাকার সম্ভাবনা আছে তাদের সাহাযার্থে’ দান করা হবে।

উল্লেখ্য, পৃথিবীর যে স্বল্পসংখ্যক দেশ ইচ্ছাকৃত গর্ভপাত নিষিদ্ধ করেছে, তার মধ্যে চিলি একটি।

বাংলাদেশ সময় ২২২৫, ২৬ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।