ঢাকা: পৃথিবীতে রয়েছে অসংখ্য প্রজাতির প্রাণী। প্রত্যেকটিরই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য।
এ মুহূর্তে পৃথিবীর সবচেয়ে কুৎসিত প্রাণীই ব্লবফিশ। নামের মতই এ প্রাণি দেখতে বড় এবং থলথলে, এক কথায় জঘন্য।
কুৎসিত প্রাণী রক্ষা সংগঠন ‘দ্য আগলি অ্যানিমাল প্রিজারভেশন সোসাইটি’ বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষায় তাদের মাসকট নির্ধারণে অনলাইনে একটি গণভোটের আয়োজন করে। কুৎসিত প্রাণী দিয়ে মাসকট নির্ধারণে এ সময় ৩ হাজার ভোটের মধ্যে ৭’শ ৯৫ ভোটই পড়ে ব্লবফিশের পক্ষে।
ভোটের ফলাফলের পর নিজের অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে সংগঠনটির প্রেসিডেন্ট সিমন ওয়াট বলেছেন, ‘বিলুপ্তপ্রায় প্রাণীদের মধ্যে আমাদের একটি কুৎসিত মুখ দরকার ছিল। এবং ভোটে মানুষের প্রতিক্রয়ায় আমি অবাক হয়েছি। অনেকদিন ধরেই সুন্দর প্রাণীরা সবার দৃষ্টি আকর্ষণ করে ছিল। কিন্তু এখন ব্লবফিশ কুৎসিত প্রাণীদের পক্ষে প্রতিনিধিত্ব করবে, যাদের সবাই ভুলে গিয়েছিল। ’
ব্লবফিশ সাধারণত অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে ও তাসমানিয়ার সমুদ্র উপকূলে পাওয়া যায়। মাঝে মাঝে এরা জেলেদের জালে ধরা পড়ে।
অ্যাক্সোলোট (মেক্সিকোর এক ধরনের উভচর প্রাণী), কাকাপো (পেঁচা সদৃশ এক ধরনের টিয়া), টিটিকাকা ওয়াটার ফ্রগ (বিলুপ্ত প্রায় প্রজাতির ব্যাঙ), প্রোবোসিস মানকিও (দীর্ঘ নাক বিশিষ্ট বানর) গণভোটে পৃথিবীর অন্যতম কুৎসিত প্রাণী হিসেবে মনোনীত হয়।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৩/আপডেটেড: ১৭৪০ ঘণ্টা
কেএইচকিউ/আরআইএস