ঢাকা: বেলুনে চড়ে আটলান্টিক পাড়ি দিতে চেয়েছিলেন জোনাথন ট্রাপ। ৩’শ ৭০টি হিলিয়াম বেলুন দিয়ে একটি বিশেষ যানও বানিয়েছিলেন তিনি।
যান্ত্রিক ত্রুটির কারণে বাধ্য হয়েই নেমে যান তিনি।

আকাশে পাড়ির আগে যদিও ট্রাপের মূল ভয় ছিল আটলান্টিকের প্রতিকূল আবহাওয়া কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা নিবাসী ৩৯ বছর বয়সী ট্রাপ, বেলুনের যান্ত্রিক ত্রুটির ট্র্যাপে পড়েই নেমে যান আকাশ থেকে।
ট্রাপের ভক্তরা স্যাটেলাইট ট্র্যাকারের মাধ্যমে আকাশে তার গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। তারাই যান্ত্রিক ত্রুটির ব্যাপারে তাকে প্রথম সতর্ক করেন।
পরে নিরাপদে ভূমিতে অবতরণ করে ট্রাপ তাদের জানান, নির্জন স্থানে নিরাপদেই অবতরণ করেছি। তবে এখানে হয়তো রাতে থাকতে হবে।
ট্রাপকে আকাশে পাড়ি দেওয়ার আগে ভাল আবহাওয়ার জন্য ১’শ দিন অপেক্ষা করতে হয়েছে।
এর আগে তার ক্লাস্টার বেলুনে করে ১৪ ঘণ্টা আকাশে কাটানোর রেকর্ড রয়েছে। একমাত্র মানুষ হিসেবে তিনি ২০১০ সালে ক্লাস্টার বেলুনে চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
যদিও ক্লাস্টার বেলুনে চড়ে আটলান্টিক পাড়ি দেওয়ার প্রচেষ্টায় ট্রাপই প্রথম মানুষ। তবে তার আগে হট এয়ার বেলু্নে (একটি বড় বেলুন) চড়ে আটলান্টিক পাড়ি দেওয়ার আশায় ৫ জনকে মৃত্যু বরণ করে নিতে হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৩
কেএইচকিউ/আরআইএস