ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

বাংলাদেশ একটি ক্যানভাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৩, সেপ্টেম্বর ২৬, ২০১৩
বাংলাদেশ একটি ক্যানভাস

ঢাকা: বাংলাদেশকে একটি ক্যানভাস হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক ও তরুণ উদ্যোক্তা সাবিরুল ইসলাম।

তিনি বলেন, ‘গত তিন দিন আমি বাংলাদেশকে খুব কাছ থেকে দেখেছি।

এ দেশকে একটি ক্যানভাস মনে হয়েছে।

তিনি আরো বলেন, ‘এখানে রাজনৈতিক সংকটসহ বিভিন্ন সমস্যা থাকলেও বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এখানে অনেক কিছু করার আছে। সারা পৃথিবীর বুকে এ দেশের পতাকা তুলে ধরার জন্য এখানকার তরুণরাই যথেষ্ট। ‘

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ইন্সপায়ারিং ওয়ান মিলিয়ন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দেওয়ার সময়  তিনি এ সব কথা বলেন।

সাবিরুল বলেন, ‘আমরা যেহেতু পৃথিবীতে বাস করছি, তাই পৃথিবীর মানুষ কেন আমাদের মনে রাখবে, তা রেখে যেতে হবে। ’

তিনি বলেন, ‘সমস্ত পৃথিবীর ৭০০ কোটি মানুষের মধ্যে নিজেকে অসাধারণ স্বতন্ত্র করে গড়ে তুলতে হবে। এ জন্য অবিরাম চেষ্টা করে যেতে হবে। ভুল হচ্ছে তো কী হয়েছে! ভুল করতে করতে একদিন অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। ’

তিনি বলেন, ‘সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে- অনুপ্রেরণা ও দৃঢ় প্রত্যয়। আর প্রতিটি মানুষের মধ্যেই আত্মশক্তি সুপ্ত অবস্থায় রয়েছে। এই আত্মশক্তির বলেই মানুষ সাফল্যের শীর্ষে আহরণ করতে পারে। ’

শিক্ষার্থীদের উদ্দেশে সাবিরুল ইসলাম বলেন, ‘বড় হওয়ার স্বপ্ন অন্তরে লালন করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করতে হবে। প্রতিটি সময়ের মূল্য দিতে হবে। ’

তিনি বলেন, ‘আমাদের নিজেদের মূল্য নিজেদেরই দিতে হবে। তাহলে অন্যরাও আমাকে মূল্য দেবে। কারণ, বিশ্বের প্রতি মানুষের মধ্যেই অপার সম্ভাবনা রয়েছে। তাই, এই সম্ভাবনাকে আমাদের উপলব্ধি করতে হবে। নিজেকে নিজের কাছে আইকন হিসেবে গ্রহণ করে নির্দিষ্ট লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। ’

কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মজিবুর রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি সবুর খান প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ১৯৯০ সালে লন্ডনে জন্ম নেওয়া সাবিরুল ইসলামের পৈত্রিক নিবাস সিলেটের বিশ্বনাথ উপজেলায়। মাত্র ১৪ বছর বয়সে তিনি স্কুলের ছয় বন্ধুকে নিয়ে ওয়েব ডিজাইনের ব্যবসা শুরু করেন।

এরপর নির্মাণ করেন তরুণদের ব্যবসা শেখার গেম- ‘টিন-ট্রাপেনার’, যা যুক্তরাজ্যের ছয়শ ৫০টি স্কুলে পাঠ্যসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের খেলতে দেওয়া হয়।

ইতোমধ্যে, তার লেখা ‘দ্য ওয়ার্ল্ড অ্যাট ইউর ফিট’ ও ‘টিন-স্পিকার’ বই দুটি ওয়ার্ল্ড বেস্ট সেলার ছিল এবং তিনি নিজেও বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন।

তার বইয়ের প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন।

বিশ্বজুড়ে ১০ লাখ তরুণ উদ্যোক্তা তৈরির স্বপ্ন নিয়ে ইতোমধ্যেই সাবিরুল ইসলাম ২৫টি দেশের আট লাখেরও বেশি তরুণের সামনে হাজির হয়েছেন।

গত সোমবার তিনি মাতৃভূমি বাংলাদেশে আসেন।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৩
এমএএ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।