ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বেস্ট সেলার লেখক সাবিরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, সেপ্টেম্বর ২৭, ২০১৩
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বেস্ট সেলার লেখক সাবিরুল

সিলেট: ঢাকা চট্রগামের পর এবার সিলেটের তরুণদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখতে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ উদ্যোক্তা ও দুটি সর্বোচ্চ বিক্রিত বইয়ের লেখক সাবিরুল ইসলাম।

শনিবার দুপুর ১২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে সাবিরুল ইসলাম বক্তব্য দেবেন।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রক্টর হিমাদ্রি শেখর রায় ও ক্লাব মোডারেটর ও সহকারী অধ্যাপক মাসুদ আলম।

সভাপতিত্ব করবেন অনুষ্ঠানের আয়োজক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম নোমান।
 
এ উপলক্ষ্যে শুক্রবার দুপুরে শাবি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ক্যারিয়ার ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম নোমান

প্রসঙ্গত, বিশ্বের ২০০টি দেশের তরুণদের অর্থনৈতিক উন্নয়নে আগ্রহী করে গড়ে তুলতে চান সাবিরুল। এর মধ্যে মোট ৩০ শতাংশ দেশে ভ্রমণ করে তরুণদের মধ্যে নিজের অভিজ্ঞতা বিনিময় করেছেন তিনি।

২০১১ সালের মে মাসে মালদ্বীপ দিয়ে তার এ যাত্রা শুরু হয়। আর বর্তমানে তিনি বিশ্বের ২৬টি দেশে তরুণ উদ্যোক্তা তৈরিতে বক্তব্য রেখেছেন।
 
ইংল্যান্ডের বাসিন্দা সাবিরুল মাত্র ১৪ বছর বয়সে ব্যবসা শুরুর দুই বছর পর শেয়ার ব্যবসা করে আর্থিকভাবে সাবলম্বী হন। ১৭ বছর বয়সের মধ্যে তিনি বেশ কিছু বই লিখেন। যার মধ্যে দুটি সর্বোচ্চ বিক্রির রেকর্ড করে।

সাবিরুল কেবল বই আর বক্তৃতা দিয়ে নয়, শিক্ষার্থীদের জন্য ‘ট্রিন-ট্রাপেনার’ উদ্ভাবন করে খ্যাতি অর্জন করেন। যা একসঙ্গে বিশ্বের ১৪টি দেশে ১৩টি ভাষায় বের হয়েছে।

যুক্তরাজ্যের ৬৫০টি স্কুলে তার উদ্ভাবিত ‘ট্রিন-ট্রাপেনার‘ গেমটি স্কুল পড়ুয়া তরুণদের ব্যবসা শেখার পাঠ্যসূচি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এরই মধ্যে এশিয়া, ইউরোপ, সাউথ আফ্রিকা ও আফ্রিকায় ২৬টি দেশের ৭৬২টি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন তিনি।

আমাজনের হিসাব মতে সাবিরুলের লেখা সর্বাধিক বিক্রি হওয়া দুটি বই দ্য ওয়ার্ল্ড অ্যাট ইউর ফিট ও ইয়ং এন্টারপ্রেনার ওয়ার্ল্ড।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৩
এসএ/এমআইপি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।