ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

সিলেটে পাঁচতারা হোটেল থেকে মেঘালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, সেপ্টেম্বর ৩০, ২০১৩
সিলেটে পাঁচতারা হোটেল থেকে মেঘালয়

সিলেট: চোখের সামনেই মেঘালয়! বারান্দায় দাঁড়িয়ে মেঘ আর সবুজের সমারোহ ভেদ করে ঝর্নার অপূর্ব রুপ মাধুর্যের দিকে চেয়ে নিজের ভাল লাগা অনুভূতিকে আরও এক ধাপ বাড়িয়ে নিতে দিতে পারেন গরম চা-য়ে চুমুক। এমন অপার সৌন্দর্যে অবগাহনের সুযোগ তৈরি করতে সিলেটে ‘হিলসাইড এক্সলসর’ নামে পাঁচ তার‍া মানের হোটেল নির্মাণ করা হচ্ছে।



সিলেটে এ ধরনের অ্যাপার্টমেন্ট হোটেল তৈরির উদ্যোগ এটাই প্রথম। ‘হিলসাইড এক্সলসর’ নামে এ হোটেলের কাজ শুরু হবে শিগগিরই। যৌথ মালিকানায় টাইম শেয়ার পদ্ধতিতে ‘হিলসাইড এক্সলসর’র অ্যাপার্টমেন্ট বুকিং-বিক্রি চলছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র মিনিট দু’য়ের দূরত্বে ‘হিলসাইড অ্যাপার্টমেন্টস লিমিটেড’ এই পাঁচ তার‍া মানের হোটেল তৈরির উদ্যোগ নিয়েছে। চারপাশে সুবজ চা-বাগান আর মনোরকম প্রাকৃতিক শোভার মাঝে গড়ে তোলা হবে ‘হিলসাইড এক্সলসর’।

১৪ তলার এ হোটেলটিতে থাকবে ১২৬টি কক্ষ। এছাড়া ছাদে হেলিপ্যাড, রুফটপ ইনফিনিটি, সুইমিং পুল, বার্বিকিউ কর্নারসহ এ হোটেলে থাকবে পাঁচ তারা হোটেলের সব সুযোগ সুবিধা। আর হোটেল থেকে মেঘালয়ের পাহাড় দেখার বাড়তি আনন্দ তো থাকছেই।

ক্ষদ্র বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশিদের জন্য আকর্ষণীয় সুযোগ নিয়ে এসেছে ‘হিলসাইড অ্যাক্সলসর’ নামের এ অ্যাপার্টমেন্ট হোটেলটি। ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে হোটেলটির মালিকানার অংশীদার হতে পারেন আপনিও। পাঁচ তারা হোটেলের মালিকানা দিয়ে আয় করা ও নিজের থাকার জন্যও সুবিধা দিচ্ছে হিলসাইড অ্যাপার্টমেন্টস।

এসব সুবিধার কথা জানিয়ে হিলসাইড অ্যাপার্টমেন্টসের চেয়ারম্যান হাসিন আহমদ (সিআইপি) বলেন, সিলেটের অনেক প্রবাসী যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও মাধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস করেন। তারা ছোট একটি বিনিয়োগের মাধ্যমেই এই সুবিধা নিতে পারেন। দেশে পরিবার নিয়ে বেড়াতে এসে অত্যাধুনিক সব সুবিধাসহ অবস্থান করা এবং ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে আয়েরও একটি উৎস হতে পারে এই ‘হিলসাইড অ্যাক্সলসর’।

হাসিন আহমদ আরও জানান, সিলেটে আন্তজার্তিক বিমানবন্দরের রিফুয়েলিং এর কাজ শেষ পর্যায়ে। শিগগিরই এর উদ্বোধন হবে। ফলে সিলেটের সঙ্গে আকাশপথে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার একটি অভাবনীয় পরিবর্তন ঘটবে।

তাছাড়া দেশের ব্যক্তি মালিকানাধীন ৩০-৪০টি রিসোর্টের কাজও শেষ পর্যায়ে। এ অবস্থায় সিলেটের পর্যটন যুগান্তকারী ভূমিকায় এগিয়ে যাবে। সেখানে এরকম অত্যধুনিক সুযোগ-সুবিধাসহ হোটেল-অ্যাপার্টমেন্টের চাহিদা ব্যাপক।

শুধু দেশি-বিদেশি পর্যট-ই নয়, সিলেটে একের পর এক পর্যটন আকর্ষণ বাড়ার ফলে বিপুল সংখ্যক পর্যটক ও প্রবাসী বাংলাদেশি এখনই হিলসাইড অ্যাক্সলসর-এ  বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন।  

হিলসাইড অ্যক্সলসর-এ বিনিয়োগ ও বুকিং এর জন্য যোগাযোগের ঠিকানা:

কর্পোরেট হেড অফিস: কর্পোরেট হেড অফিস, ডিওএইচএস, বারিধারা, লেন-১, হাউস নং-১৬১, সুইট ৩/এ।
মোবাইল: +৮৮০১৭৮৪৪৪৩২২০-২৫, +৮৮০১৭৭৪৩৩৩৩৫১-৩,

সিলেট অফিস: ওয়েবস-১, ফাইজু ম্যানসন, দরগা গেট সিলেট।
মোবাইল: +৮৮ ০১৭৭৪-৩৩-৩৩-৩০, +৮৮ ০১৭৩২-৮৮-৭৭-৯৯, টেলিফোন:+৮৮ ০৮২১-৭১৮১৭৭

যোগাযোগ করতে পারেন ব্রাঞ্চ অফিসে: ইউনাইটেড নেটওয়ার্ক লিমিটেড, বিএসইসি বিল্ডিং (৪র্থ ফ্লোর), কারওয়ান বাজার, ঢাকা।
মোবাইল: +৮৮ ০১৭৭৪৩৩৩৩১০-২, +৮৮ ০১৭৭৪৩৩৩৩৫০

সাইট অফিস: বিল্ডিং রজনীগন্ধা, হিলসাইড অ্যাপার্টমেন্ট লিমিটেড, ৬৭, এয়ারপোর্ট রোড, বরশালা,সিলেট।
মোবাইল: +৮৮ ০১৯১৫ ৪৬ ৫২ ২০

এছাড়া বিস্তারিত জানতে ক্লিক করতে পারেন www.hillside-excelsior.com

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৩
এসএ/এসএটি/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।