ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ফিচার

ডিম থেকেই মুরগী!!

ক্যাপশন স্টোরি: আসিফ আজিজ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৬, অক্টোবর ৪, ২০১৩
ডিম থেকেই মুরগী!!

ঢাকা: ডিম থেকে মুরগী, না মুরগী থেকে ডিম-এ নিয়ে তর্ক-বিতর্ক পৃথিবীতে কখনো শেষ হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এনিয়ে শেষ নেই কল্পগল্প-কাহিনীরও।



তবে মুরগী থেকে ডিম এটা প্রমাণ করা বোধহয় একটু বেশিই কঠিন। উপরের ছবিটি বলছে ডিম থেকে মুরগী- এটাই ঠিক। ছবিতে ডিমের ভেতর মুরগীর বাচ্চার বেড়ে ওঠার প্রতিটি স্টেপ দেখা যাচ্ছে। সাধারণত ২১ দিন লাগে ডিম থেকে মুরগীর বাচ্চা ফুটতে। এই চক্রটি এখানে স্পষ্ট করে দেখানো।

এখন পর্যন্ত পৃথিবীতে পাওয়া প্রমাণ অনুযায়ী ডাইনোসরের ডিমের নিদর্শনই আগে পাওয়া যায়। তারপর ডাইনোসর।

তবে কোলাজ ছবিটির একবারের শেষেরটি- অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে ডিমের পাশে ছোট্ট মুরগী ছানাটি রয়েছে, সেটি দেখে কিন্তু আবারো প্রশ্ন জাগবে মুরগীটা যদি নাই থাকতো তবে ডিম এলো কি করে??

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৩
এএ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।