ঢাকা: ভ্রান্তিতে পড়াটা বিরক্তিকর! কিন্তু সেই ভ্রান্তি যখন কেবলই মুগ্ধতা নিয়ে উপস্থাপিত হয় তখন কে না চমকাবে!
সুইডেনের চিত্রগ্রাহক ও রিটাচ আর্টিস্ট এরিক জোহানসনের চমকপ্রদ ছবিগুলো দেখলে বিভ্রান্তিতে পড়েই চমকাতে হবে! এরিক তার তোলা কোনো আকর্ষণীয় ছবিকে পরিমার্জন করে নতুন আঙ্গিক দেন। পরিমার্জিত (রিটাচ) করে উপস্থাপিত নতুন ছবিগুলোর একপাশ দেখে অপর পাশের সঙ্গে কোনো সামঞ্জস্যই খুঁজে পাওয়া যাবে না।

Ground breaking
এরিকের ব্যক্তিগত ওয়েবসাইটে প্রকাশিত ‘গ্রাউন্ডব্রেকিং’ শীর্ষক ছবিটির ডানপাশের নিচের দিকে লক্ষ্য করলে মনে হবে কোনো নদী বা পুকুরে কচুরিপানা সরিয়ে বৈঠা ঠেলে নৌকায় চড়ে যাচ্ছে প্রেমিক যুগল। আবার বাম পাশের ওপর দিকে লক্ষ্য করলে মনে হবে কোনো পাহাড়ি এলাকার সুবজ ঘাসের রাস্তা মই কিংবা ক্রেন দিয়ে মাড়িয়ে গেছে কেউ।

Expecting winter
‘এক্সেপেক্টিং উইন্টার’ নামে প্রকাশিত আরেকটি ছবির নিচের দিকে ডান পাশে লক্ষ্য করলে মনে হবে কোনো নারী সোনা রঙা ঘাসের ওপর সুই-সুঁতা দিয়ে সাদা রঙা কাঁথা সেলাই করে চলেছেন। আবার ছবিটির ঠিক ওপরের দিকে বাম পাশে চাইলে মনে হবে তুষারের দেশে ঘুমিয়ে আছে তন্দ্রাচ্ছন্ন গাছগুলো!

Snow cover
‘স্নো কভার’ শীর্ষক ছবিটির ডান পাশে লক্ষ্য করলে ধারণা জন্মাবে তুষারাবৃত মরুভূমিতে নিরীহ গাছগুলোর সঙ্গে মেঘের আড়ালে থেকেও ভাব বিনিময় করছে পূর্ণ চাঁদ। আবার বামপাশে লক্ষ্য করলে সে ধারণাটি ভুল প্রমাণিত হয়ে মনে হবে, সাদা চাদর মুড়ি দিয়ে ঘুমের প্রস্তুতি নিচ্ছেন কোনো সুদর্শন তরুণ!

Kaffe slamp
এরিকের ওয়েবসাইটে প্রকাশিত ‘ক্যাফে স্লাম্প’ শিরোনামের ছবিটির নিচের দিকে লক্ষ্য করলে বিশ্ব মানচিত্রটি স্পষ্ট হয়ে উঠবে। আবার মানচিত্র থেকে চোখ সামান্য ওপরে তুললেই মনে হবে কাপ থেকে কফি ঢেলে কেউ এই মানচিত্রটি তৈরি করেছে।

Work at sea
‘ওয়ার্ক এট সী’ শিরোনামে প্রকাশিত ছবিটির নিচের দিকে লক্ষ্য করলে মনে হবে ঘরের মেঝের রঙের কাজে ব্যস্ত কোনো তরুণী। আবার ওপরের দিকে তাকালে মনে হবে সমুদ্র তীরে নীল সাগরের সঙ্গে লুকোচুরি খেলছেন তিনি।

Strax tillbaka
‘স্ট্রাক্স টিলবাকা’ শীর্ষক একটি ছবির নিচের দিকে তাকালে মনে হবে জানালা থেকে ব্যস্ততম সড়কের ওপর লাফিয়ে পড়ছেন কোনো তরুণ। কিন্তু ছবিটির ওপরের দিকে লক্ষ্য করলে মনে হবে রাস্তা পার হচ্ছেন ওই তরুণ। কিন্তু এখানে গাড়িগুলোর আকৃতি ও তরুণের শারীরিক গঠন নিয়ে বেশিই বিভ্রান্তি তৈরি হবে।

Crossing
‘ক্রসিং’ শিরোনামের ছবিটির দিকে তাকালে মনে হবে ব্যস্ততম সড়কের চৌরাস্তা গাড়িগুলো ক্রসিংয়ে ব্যস্ত। কিন্তু ঠিক ক্রসিংটার মাঝখানে তাকালে কোন গাড়িটি কোন দিকে চলছে এটা নিয়ে দ্বিধায় পড়তে হতে পারে!

Cut & fold
‘কাট এন্ড ফোল্ড’ শিরোনামের যে ছবিটি প্রকাশিত হয়েছে তার বাম দিকের নিচের দিকে তাকালে মনে হবে একটি পাকা সড়ক দিয়ে নির্বিঘ্নে বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন কোনো তরুণ। কিন্তু সামনের দিকে তাকালেই প্রশ্ন জাগবে তিনি ‘কোথায় যাচ্ছেন?’

Downside of the upside
‘ডাওন সাইড অব দ্য আপ সাইড’ শীর্ষক ছবিটির ডান পাশের ওপরের দিকে চাইলে মনে হবে ব্রিজের রেলিং ধরে নিচের দিকে চেয়ে আছেন কোনো ব্যক্তি। কিন্তু ডান পাশের নিচের দিকে যখন চোখ পড়বে তখন প্রশ্ন জাগবে ‘এই ব্যক্তি কোন পার্শ্বে দাঁড়িয়ে?’

Go your own road
‘গো ইওর ওউন রোড’ শীর্ষক ছবিটি সবচেয়ে বেশি বিস্ময়ের জন্ম দেবে। এর ওপরের দিকে লক্ষ্য কররে মনে হবে গ্রামীণ মেঠোপথ মাড়িয়ে দূরের কোনো পথে চলে গেছে পাকা সড়ক। আবার নিচের দিকে তাকালে মনে হবে সেই সড়কটিকে পেছন থেকে চাদর টানার মতোই টেনে নিয়ে যাচ্ছে এক তরুণ!
নিজের ছবিগুলো সম্পর্কে এনরিক বলেন, নিজের তোলা ছবিগুলো নিয়ে মাথায় যে আইডিয়া ঘোরে সে অনুযায়ীই নতুন মাত্রা যোগ করি ছবিগুলোতে। লোকজন এসব ছবির প্রশংসা করলে তাতেই তিনি উৎসাহ বোধ ও তৃপ্তি লাভ করেন বলে জানান এনরিক।
বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৩
এইচএ/এসএইচ/জিসিপি