ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

শতায়ু পেরিয়েও বিয়ে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, জানুয়ারি ২, ২০১১
শতায়ু পেরিয়েও বিয়ে!

কুয়ালালামপুর: জীবনের বাকি সময়টা একা কাটাতে চাচ্ছেন না মালয়েশিয়ার আহমাদ মোহাম্মাদ ঈসা। বয়সটা একটু বেশিই হয়ে গেছে কিন্তু পাত্রী তো রাজি।

১১০ বছর বয়সী আহমাদ তার পাত্রী হিসেবে পছন্দ করেছেন ৮২ বছরের সানাহ আহমাদকে।

আহমাদের ২০ নাতি ও তাদের আরও ৪০ ছেলেমেয়ে রয়েছে। এ সপ্তাহের শুরুর দিকে মালয় ভাষার দৈনিক উতুসান মালয়েশিয়া জানায়, তার এমন সঙ্গী দরকার যে তার দেখাভাল করবে।

অন্যদিকে, নয় সন্তানের মা সানাহ আহমাদ ৩০ বছর ধরে বৈধব্যের জীবনযাপন করছেন। তিনি বলেন এই বিয়েতে তিনি রাজি এবং তার সন্তানদের বিয়ের ব্যবস্থা করার জন্য আহমাদের পরিবারের সঙ্গে কথা বলতে বলেছেন।

সানাহ আরও বলেন তার প্রয়াত স্বামীর নামসহ অনেক বিষয়ে মিল থাকায় তিনি এই বিয়েতে আগ্রহী হয়েছেন।  

এদিকে, আহমাদ সানডে পত্রিকাকে বলেন, ‘আমি একা ঘুমাতে ভয় পাই। একা থাকলে নিঃসঙ্গ বোধ করি। আমি ভীষণ অবাক এবং আনন্দিত হয়েছি যখন শুনলাম আমার মেয়ে এ নিয়ে সানাহর পরিবারের সঙ্গে কথা বলেছে। ’

উল্লেখ্য, এর আগে আহমাদ পাঁচ বার বিয়ে করেছেন। এর মধ্যে চার স্ত্রী মারা গেছেন এবং পঞ্চম জনের সঙ্গে বিচ্ছেদ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ০২ ডিসেম্বর ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।