ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ফিচার

পাথরে সাজানো নান্দনিক গ্রাম

আসিফ আজিজ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৬, অক্টোবর ৩১, ২০১৩
পাথরে সাজানো নান্দনিক গ্রাম

মোনস্যানটো। ইউরোপের দেশ পর্তুগালের পার্বত্য এলাকার একটি গ্রাম।

জনসংখ্যা মাত্র ৮২৮ জন। একে পাথরগ্রামই বলা যায়। কারণ পাথরের খাঁজে খাঁজেই জীবন এ গ্রামের প্রতিটি মানুষের। ঘর-বাড়ি সবই পাথরে নির্মিত।
Au

যুগের পরির্তনের সঙ্গে সঙ্গে গ্রামটি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। বড় বড় পাথরে অসাধারণভাবে সাজানো মোনস্যানটো গ্রামের প্রতিটি স্থাপনা।
Au

পাথর দিয়ে বাঁধানো চিকন রাস্তা সংকীর্ণ একটি জায়গায় গিয়ে শেষ হয়েছে। পাথরে বাঁধানো অদ্ভুত ক্ষণস্থায়ী সব ঘর সেই রাস্তার শেষে। বাস্তবে সেটিকে বলা হয় জীবন্ত জাদুঘর।
August

গ্রামটির প্রতিষ্ঠা প্রথম প্রস্তর যুগে বলে ধারণা করা হয়। বর্বর য‍ুগের নিদর্শন এবং রোমান উপনিবেশের পাশাপাশি কয়েক শতাব্দী ধরে আরবদের উপস্থিতি ছিল।
August

এই গ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং চমৎকার স্থাপত্যকর্ম চিরায়ত পর্তুগিজ ঐতিহ্যকে উপস্থাপন করে। আর ঘরগুলোর স্থাপত্যশৈলী পর্তুগিজদের প্রকৃত ঐতিহ্যকে ধারণ করে।
August

পাথর বা গ্রানাইডের খণ্ড খোদাই করে তৈরি করা ঘরগুলো। এর দরজা-জানালাও বিশেষ ধরনের।
Au

লাল ছাদের ঘরগুলো শ্যাওলার মতো বড় পাথরখণ্ড ঘিরে আছে। উপর থেকে দেখলে এটাকে ধূসর দুর্গের মতো মনে হয়।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩
এএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।