ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ফিচার

রূপসা নদীতে বাংলালিংকের নৌকাবাইচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, নভেম্বর ৯, ২০১৩
রূপসা নদীতে বাংলালিংকের নৌকাবাইচ

খুলনা: বর্ণিল সাজে সাজানো লম্বা আকৃতির নৌকার গলুই। নৌকার কাণ্ডারিসহ মাঝিদের গায়ে বাংলালিংকের টি-শার্ট, মাথায় রুমাল।

তাদের মুখে ‘হেইয়ো হেইয়ো’ ধ্বনি। নদী দু’তীরে দাঁড়ানো হাজারো দর্শকের করতালির শব্দ। রূপসার শান্ত নীড় তখন দুলছে নায়ের দোলায়।

শনিবার বিকেলে খুলনার কোলঘেষা রূপসার তীরে এমনই দৃশ্যের অবতারণা হয় বাংলালিংক আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় ২৬টি নৌকা অংশগ্রহণ করে।

নৌকা বাইচের পোস্টার ও প্ল্যাকার্ডে ভরে যায় নগরীর ১ নং কাস্টমস ঘাট থেকে খানজাহান আলী (র.) সেতু পর্যন্ত এলাকা। প্রতিযোগিতা ঘিরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

রুটিনে বাঁধা আধুনিক জীবনেও যে মানুষের মন প্রকৃতির ছোঁয়া পেতে আনচান করে, এদিন যেন ঘটে তারই বহিঃপ্রকাশ। ব্যস্ত জীবনে একটু বিনোদনের আশায় রূপসার দু’কোলে ভিড় জমায় হাজারো নগরবাসী। খবর পেয়ে দূরের গ্রামগঞ্জ থেকেও এসেছিলেন বিনোদনপ্রেমিরা।

বাংলালিংকের সৌজন্যে নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে ৮ম খুলনা বিভাগীয় নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি।

প্রতিযোগিতায় কয়রা উপজেলার মেঘদূত প্রথম স্থান ‍অধিকার করে। ডুমুরিয়ার টাইগার দ্বিতীয় ও তেরখাদা উপজেলার সবুজ সংঘ তৃতীয় স্থান লাভ করে।

এ সময় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন, বাংলালিংকের রিজিওনাল কমার্শিয়াল হেড মো. বাবুল হক, পিআর এন্ড কমিউনিকেশনের সিনিয়র ‍অ্যাসিসট্যান্ট ম্যানেজার খন্দকার আশিক ইকবাল, র‌্যাব-৬ এর পরিচালক লেফট্যানান্ট কর্নেল এনামুল কবির সুমন, রূপসা উপজেলা চেয়ারম্যান আলী আকবর শেখ, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভপতি মোল্লা মারুফ আর রশিদ ও নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান উপদেষ্টা শেখ আশরাফ-উজ-জামান প্রমুখ। সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩
এমআরএম/জেডকে/আরআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।